আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া

একটু স্বাধীন ভাবে উড়তে চাই

কিছু সময় কিছু ক্ষন কিছু পর আসবে আমার প্রিয়জন। উচ্ছাস তাই আমার মন, আনন্দে পরিপূর্ন জীবন। এ ঘর থেকে ও ঘর হাঁটা, ঘরিটি বারবার ঘাটা। সময় যেন আর কাঁটে না, মন বাঁধ মানে না। কি করি ভাবি শুধু মন, কি করলে হবে খুশি আমার প্রিয়জন।

ফুল এনেছি আজ ঘর শোভায়, কেটেছে দিন আজ ঘর ধোয়ায়। সাঁজিয়েছি ঘর নতুন করে, নতুন কতনা এনেছি ঘরে। ফুলদানিটা নতুন কেনা, বিছানা চাদরও নতুন আনা। ঘরটা করেছি নতুন রং, পাড়ার লোকে হাঁসে, দেখে আমার ঢং। কিন্তু কে বুঝে আমার মনের কথা? যাকে পাবার আশায় এত ব্যাথা, সে আজ দিচ্ছে ধরা আমার মাঝে, তাইতো আমার মনের রং নতুন রুপে সাঁজে।

হঠাৎ দরজায় পরল মোর আঁখি, একি! একি!! আজ আমি কি দেখি!!! নীলমেঘ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।