আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর! আমি দুর্ব্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল! আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী
ওষ্ঠের ধারে কষ্ট করে ওষ্ঠ ধরে
কি পাবে তুমি প্রিয়তমা
এ মধুর সূধাপান ক্ষণিকের তরে
এর আগমনীতে যুদ্বের দামামা বাজে
তার সঞ্চারীটুকু শেষ হয় ক্লান্তির সাজে।
এ তো নহে সেই সুখ মন যাহা চায়
মান করলে ওগো মোর প্রিয়া
বেঁদে প্রেমডোরে মনের ঘরে সাজাব তোমার
অধর অঙ্গনে এই কিছুক্ষণে কি বা পাবে
যেখানে ‘আমার আমি’ যাবে সেখানে স্বর্গসুখ লাভে?
আরেকটু এগিয়ে দেখো শুনতে পাবে ধ্বনি
যেখানে ধ্বনিত হচ্ছে তোমার নাম
প্রিয়া মোর প্রিয়া, ওগো দরদীয়া প্রেমচক্ষুমণি
দিবসযামিনীপ্রাতে রব মোর একসাথে
রচিব প্রেমউপাখ্যান প্রেমহীন এই ঘরণী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।