আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া...



শিশির ভেজা সবুজ ঘাসে যখন রাখি পা। মনটা তখন সিক্ত হয় শুষ্ক থাকে না। একটু পর সূর্যি মামা যখন ওঠে জেগে । ঘাস গুলো সব শুকনো হয় তুমি যাও রেগে। রেগে গিয়ে তখন তুমি আমায় কর হেলা।

মনটা আমার খারাপ থাকে দুঃখে কাটে বেলা। তাইত বলি সূর্যি মামা 'বন্ধ কর আলো'। ঘাস গুলো সব সিক্ত থাকুক প্রিয়া থাকুক ভালো। সূর্যি মামা বলেন হেসে বন্ধ করলে আলো হত সব কালো। এত সব কালোর মাঝে শুরু হত দ্বন্দ।

কি ভাবে তুমি করতে প্রিয়া পছন্দ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।