নিঃশ্বাসে যার বারুদের গন্ধ তাকে বিশ্বাস করলে দ্বগ্ধ হবেই। মাসুদ রানা
প্রিয়া, প্রিয়া গো
আমার প্রতিচ্ছবি দেখতে পাই তোমার স্তন্যের মনিতে।
তবে কেন এই দূরে সরে থাকা ?
আমার ভালবাসা কি তোমার কাছে নিতান্তই তুচ্ছ ?
আমাকে তুমি ভাল নাইবা বাসলে ,
অবহেলা, অবজ্ঞা না হয় একটু ঘৃণাই করো।
না হয় প্রলয়ংকারী টর্নোডোর বাতাস সৃষ্টি করে
আমার হাত পা ভেঙ্গে খোঁড়া করে দাও।
না হয় চাবুকের নির্মম কষাঘাতে আমাকে রক্তাক্তই করো,
হয়তো তখন আমার জীবনে বৈশাখের কালো ছোবল থেকে
ফাগুনের হাওয়া বসতে পারে।
প্রিয়া, প্রিয়া গো
আমার প্রতিচ্ছবি দেখতে পাই তোমার চোখের মনিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।