আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া



ভুবন মাঝে আমি সম্রাট ! প্রিয়া মোরে করেছে আলিঙ্গন, তব বাহুডোরে। প্রেমডোরে সাজায়েছে মন মোর ! তব আকাঙ্খিকা, জ্বালিছে হৃদয় মাঝে প্রিয়া তব প্রেম শিখা। শুভ্র শীতল তম কোমল পদ্মরথ, বসায়েছে প্রিয়া মোরে সেথা, ভুলিয়া এ জগৎ । দেখায়েছে প্রিয়া মোরে, প্রেমের সে নন্দন ভুমি, হৃদয়ের পিরামিডে সাজায়ে প্রেমের অক্ষয় মমি। একান্ত নিভৃতে চুম্বন তিলক এঁকেছে ললাটে- কাটায়ে অনন্ত প্রহর। তন্ময় তব প্রেমতটে, থাকি সারাক্ষন । দু’জনে দুজনার হয়ে মিশি, আসে না স্মরণ কখন যায়-আসে, দিবা-কিবা নিশি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।