আমাদের কথা খুঁজে নিন

   

এ প্রিয়া কেমন প্রিয়া



এক শীতের রাতে তার সাথে প্রথম দেখা। আজকে সেদিনটা যতখানি গুরুত্বপূর্ন মনে হয় সেদিন কিন্তুএরকমটা ছিলনা। আমি ঠিক তাকে ভালভাবে জেনেছি আরও 2 মাস পরে। প্রথম 2 মাসে একবারের জন্যও মনে হয়নি আমি এই মানুষটাকে ভালবাসতে পারি! কিন্তুএটাই মনে হয় আমার জীবনের ট্রাজেডি। আমার গল্পের শুরুটা সাদামাটা হলেও পরবর্তী অংশ সবার মনে শিহরন জাগাবে............. 17ই ডিসেম্বর সে আমাকে একটা মেইল করে শুধুমাত্র হাই হ্যালো করার জন্য।

আমি নিছক ভদ্রতার বশে তার পরের দিন তাকে ফোন করি। সে খুবই খুশি হয়। সেদিন রাতে আমাকে ফিরতি ফোন করে। আমি কিছু সময় গল্প করি কিন্তু আমার কেমন যেন ছাড়া ছাড়া ভাব ছিল। এর পরে দেখা হয় 1 জানুয়ারি।

আমি আজও স্পষ্ট মনে আছে সেদিনটার কথা। সে খুবই আস্থা নিয়ে বলেছিল আমার উপর বিশ্বাস রাখতে পারো। স্বধারণত আমি সহজে কাউকে বিশ্বাস করি না। কিন্তু সেদিন তাকে বিশ্বাস করি খুব গভীরভাবে। কেন জানি না, তবে মনে হয়েছিল মানুষটাকে বিশ্বাস করা যায়।

এর ঠিক কবে দেখা হয়েছিল ঠিক মনে পড়ে না। এর মধ্যে কালে ভদ্রে ফোন করতো নয় আমি করতাম। অনেকদিন দেখা করতে চাইলেও আমি ঠিক পাত্তা দিতাম না। তৃতীয় দিন হঠাৎ দেখা নিউমার্কেটে। আমাকে পিছন থেকে দেখেই চিনে নেয় সে।

এমন কাকতালিয়ৎও সাক্ষাতে আমার ভিষণ ভাল লেগেছিল। অনেক কথা সেদিন না বললেও ইন্টারঅ্যাকশনটা ভাল ছিল। তার পরের দিনই সে লাইবেরিয়া চলে যায় 15 দিনের জন্য। ফিরে এসে আমাকে ফোন করে ঠিকই কিন্তু আমার তেমন ইচ্ছা হতোনা তার সাথে বন্ধুত্ব করার। দেখা যেত সে বিকালে ফোন করলে আমি সন্তর্পনে এড়িয়ে যেতাম।

পরের দিন নিজেই ফোন করে বলতাম আমি দঃুখিত, আমি ব্যস্ত ছিলাম। সে মেনে নিত। কারণ আমার সাথে তেমন কোনো বন্ধুত্ব তখনও গড়ে ওঠেনি। এর কিছুদিন পরে ঘটে একটা ঘটনা......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।