আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া

প্রিয়ার মনের দরজায় কড়া নেড়েছি বারবার। একবার দুবার নয় কয়েকশ কোটিবার। অবিরত চিত্‍কার করে ডেকছি, আর্তনাদে থমথমে করেছি অন্ধকার প্রিয়া দরজা খোলেনি। চেয়ে দেখেনি পেছন ফিরে আমায় মায়ার বেড়াজালে আবদ্ধ হয় নি সে। ভালোবাসার মূল্য দিতে শেখেনি।

আমার চিত্‍কার ঘুম ভাঙেনি তার। ঘুমের ঘোরে সে দেখেছে অন্য এক রাজকুমার। আমার কবিতারা ছটফট করছে, ওদের তুমি মুক্তি দাও প্রিয়া। রক্তাত্ব হৃদয়ের হৃদস্পন্দন থামিয়ে দিও না। আরেকটি সকাল দেখতে দাও।

এই আঁধারে হারিয়ে যেতে দিও না আমায়। তোমার বুকে আশ্রয় দাও। খোলেনি দরজা প্রিয়া। কড়া নাড়তে নাড়তে হস্তযুগল অসাড় হয়ে গেছে, গলা দিয়ে আর আর্তনাদ বেরোয় না। কন্ডনালীও বোধহয় ছিড়ে গেছে।

চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। কিন্তু সূর্য কোথায়? আকাশটা কালো কেন? বাতাস বহে না কেন? চড়ুই পাখিটা ডেকে ওঠেনা কেন? সূর্যকে কেড়ে নিয়েছে কেউ আমার জীবন থেকে। জানি আর কখনো সূর্য উঠবেনা এই আকাশে আর দেখবোনা সকাল। প্রিয়া আমার দরজা খুলেছে নাম ধরে ডাকছে, আমি শুনছি তবু এগিয়ে যাচ্ছি, ফিরে যাবার সময় পেরিয়ে গেছে বহুকাল আগে। অন্য পথে হাঁটা ধরেছি আমি।

দৃঢ় পায়ে এগুচ্ছি পঁচে গলে যাওয়া লাশটার দিকে আমারই লাশ। হাঁটু গেড়ে বসে প্রিয়ার প্রার্থনায় লিপ্ত। মিশে যাবো সেখানে অতল অসীমে ভালো থেকো প্রিয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।