আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয়া



মূল : আব্দুর রহমান শালকম অনুবাদ : ফায়সাল বিন খালেদ আমার প্রিয়া রাতচারী প্রজাপতী উড়ে উড়ে চাঁদের গালে গিয়ে বসে ও শ্বাস ফেললে ধরফড়িয়ে ওঠে সকাল ও' হাসলে পরে জেগেওঠে চাঁদ * * * আমার প্রিয়া মেঘের বুকে চাষ করা জল নত্রের আলো সমুদ্রের নিলাভতা ও' দীর্ঘশ্বাস ফেললে পরে ছলকে ওঠে চাঁদ * * * আমার প্রিয়া দুরু-দুরু বুক বাতাস ঘুম ভাঙ্গা কিশোর সকাল কুল হারা বালিকার গোপন বিধীর মত ও'কে মনে পড়লে পরে লকলকিয়ে ওঠে জীবন * * * আমার প্রিয়া খাল পারে উদ্বেলিত গমশীষ ও'র আলো বেণী হয়ে দুলে শীষের পিঠে দোলে দোতারার তারে তারে ও' গান ধরলে পরে তারস্বারে তাল দেয় পাথর * * * আমার প্রিয়া ঠোঁটের পারে একলা মনে ঘুড়ে বেড়ানো ফিসফিসানি একদিন হয়ত তার প্রেমে পড়ে যাবে ভোরের বিষণ্ন আকাশ ওকে চুমো খেলে পরে দীর্ঘশ্বাস ফেলে গোধুলী দিগন্ত ফায়সাল বিন খালেদ ২৮/৭/২০০৮ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।