ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
আশুলিয়ায় বিনোদন নগরী খ্যাত ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে মদ-বিয়ারসহ ৮ যুবক আটককে করেছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় ডিজে (ডিস্ক জকি) পার্টির নামে মাদক সেবন ও নগ্ননৃত্য চলার সময় ওই আসরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ৩টা পর্যন্ত চলে ওই অভিযান। মাদক সেবন ও উদ্দাম নৃত্য উৎসবে অংশ নেয় রাজধানী ও সাভারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধনী পরিবারের কয়েকশ তরুণ-তরুণী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, আটক যুবকরা হচ্ছেন ডিজে রাহাত হায়াত, ১২৪ পশ্চিম ধানম-ির রিয়াজ (২৫), পিতা মেজর (অব.) মফিজুল হক সরকার; ফ্যান্টাসি কিংডমের এসিস্ট্যান্ট সুপারভাইজার নাজির হোসেন (৩২), ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে পাস করা মিরপুরের মুহিত
ইসলাম (২৬), বাবা ব্যবসায়ী শাহাদত হোসেন; নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আসিফ হায়দার (২৫), বাবা ব্যবসায়ী এস এম হায়দার আলী, বাসা গুলশান নিকেতনে; মিরপুরের বিসিআইসি কলেজের ছাত্র পশ্চিম আগারগাঁওয়ের আসিফুল ইসলাম (১৯), পিতা এলইজিইডির সিভিল ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম; এআইইউবি ইউনিভার্সিটির এমবিএর প্রথম বর্ষের ছাত্র আসাফউদ্দৌলা (২৬), বাবা সাদিকুল আহসান মিরপুর থানা পুলিশের ইনস্পেক্টর; ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল হক (২০) জসীম উদ্দীন হল, বাবা ব্যবসায়ী আমিনুল হক; ময়মনসিংহের হাসিবুল ইসলাম (২৮) এবং গুলশানের সুপ্রিমিউ প্রপার্টিজ এন্ড মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান কাজী রাইসুদ্দিন (৫৬)।
জেসমিন সুলাতানা বলেন, তরুণীরা যে পোশাকে ছিল সেই পোশাকে আটক করা যায় না। তাদের পরনের পোশাক ছিল শর্টকাট। এদের বয়স ১৮ থেকে ২৫ বছর। তারা ওয়াটার কিংডমের ভেতরে মোটেল আটলান্টিসে ঢুকে কাপড় পরে সটকে পড়েছে।
অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহফুজুর রহমান জানান, অভিযানে ৭০টি বিদেশী মদের বোতল ও কার্টনভর্তি বেশ কিছু বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ৮ জনের মধ্যে পঞ্চাশোর্ধ এক ব্যবসায়ীও রয়েছেন।
জানা গেছে, রেস কমিউনিকেশন নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান দর্শনার্থীপ্রতি ২ হাজার টাকার বিনিময়ে ডিজে শোর নামে রাতভর সঙ্গীতের তালে তালে উদ্দাম নাচ ও মদ্যপান আসরের আয়োজন করে আসছে। মোটেলের একটি কক্ষের ন্যূনতম ভাড়া ৩ হাজার ৪শ টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতের আয়োজনে অংশ নেন শিল্পী মিলন মাহমুদ ও ডিজে স্টার রাহাত হায়াত। র্যাবের অভিযানের শুরুতেই মিলন সটকে পড়েন।
তবে র্যাবের হাতে আটক হন ডিজে রাহাত।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফ্যান্টাসি কিংডমে অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহফুজুর রহমান। র্যাবের একজন ক্যাপ্টেনসহ আরো কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নেন। অভিযানের কারণে ফ্যান্টাসি কিংডমের ঊর্ধ্বতন কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন।
এদিকে গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর সার্কেলের পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
এতে আসামি করা হয়েছে ফ্যান্টাসি কিংডমের সিনিয়র ম্যানেজার (ফুড এন্ড বেভারেজ) প্রদীপ কুমার ও জামিল হোসেন এবং মোটেল আটলান্টিসের ম্যানেজার নুরুজ্জামানসহ ৮ জনকে। বৃহস্পতিবার রাতেই একই ব্যক্তি আরেকটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ বিনোদন কেন্দ্রে ডিজে শো ছাড়াও বিভিন্ন পার্টির নামে নারী ও বিদেশী মদের রমরমা ব্যবসা চলে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, ওয়াটার কিংডম সংলগ্ন একটি গোডাউনে বিপুল পরিমাণ বিদেশী মদ রয়েছে বলে খবর রয়েছে।
র্যাব-১ এর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ সোহেল জানান, সুইমিং পুলের প্রাচীরের পেছন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব ৮ জনকে ধরে ফেলে।
অন্য তরুণরা পালিয়ে যায়।
ফ্যান্টাসি কিংডমে উদ্দাম নৃত্য মদ-বিয়ার উদ্ধার, আটক ৮ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।