কি জানি খুঁজছি!..পাইতাছি না কোন এক মায়াভরা সন্ধ্যায় খোলা চুলে মৃদুমন্দ হাওয়ায় ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় …...-প্রথম দেখেছি তোমায় ! . তারপরঃ রাস্তার মোড়ে মোড়ে রেস্টুরেন্ট,ক্যাফেটেরিয়ায় ছইঢাকা চলন্ত রিক্সায় ......-আমি খুজেছি তোমায়। . সৌভাগ্য... ক্লাসের ফাঁকে,লাইব্রেরিতে.. হাসপাতালে,৩য় তলায় ভোরের রঙ্গিন স্বপ্নে(!) ......-আমি দেখেছি তোমায়। . অতঃপর... জীর্ন-শুষ্ক হাড়ের মাঝে মোটা বইয়ের রঙ্গিন পৃষ্ঠায়.. শত মানুষের আনন্দ মেলায় ......-আমি খুজেছি তোমায়। . প্রাপ্তি... নিজের গড়া বৃত্তের ভিতর আপন শিকলে বন্দী হয়ে.. খামখেয়ালী;দুরন্তপনায় ......-আমি হারিয়েছি তোমায়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।