রোববার ফাইনালে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে টুর্নামেন্টের শীর্ষ বাছাইকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন স্লোভাকিয়ার সিবুলকোভা।
এর আগে স্লোভাকিয়ান সিবুলকোভার বিপক্ষে ৪-০ ম্যাচ জয়ের রেকর্ড নিয়েই ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিকের ফাইনালে খেলতে নেমেছিলেন রাদওয়ান্সকা।
এছাড়া এ বছরের শুরুতে সিডনিতে একটি টুর্নামেন্টের ফাইনালে সিবুলকোভাকে ৬-০, ৬-০ গেমে পর্যুদস্ত করেছিলেন রাদওয়ান্সকা।
গত উইম্বল্ডনের সেমি-ফাইনালে হেরে যাওয়ার পর কোর্টের বাইরেও সময়টা ভালো যাচ্ছিল না রাদওয়ান্সকার। সম্প্রতি ইএসপিএনের একটি সাময়িকীর প্রচ্ছদে নিরাভরণ হয়ে সমালোচনার মুখে পড়েন বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা রাদওয়ান্সকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।