জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...
জয় পেলো বাংলাদেশ।
হাবিবুল বাশারের শততম ওয়ানডে ম্যাচ কিংবা সাকিবুল হাসানের প্রথম সেঞ্চুরী উদযাপনই বলুন দুটো প্রাপ্তিকে পূর্ণতা এনে দিলো দিনের শেষে দলের এমন জয়। দীর্ঘ চার বছর ধরে বয়ে চলা অপমানের বদলা নেয়ার প্রথম সুযোগটা হাত ছাড়া করেনি বাশারবাহিনী। গতকাল এন্ডিগোয়ায় তারা কানাডাকে 13 রানে হারিয়ে গত বিশ্বকাপে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিলো।
গতকাল টস জয়ী কানাডার অধিনায়ক জন ডেভিসন ব্যাটিং এ পাঠান বাংলাদেশকে।
তামিম ইকবালকে নিয়ে ইনিংস গোড়াপত্তন করতে নামেন সহ অধিনায়ক শাহরিয়ার নাফিস। কিন্তু গতকাল তিনি পুরোপুরি ব্যর্থ হন। দ্বিতীয় ওভারে কাম্বিয়াস এর ছোড়া প্রথম বলেই উইকেটরক বাগাইর হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি শূন্য হাতে ফিরে যান। তার সাথে যাবার মিছিলে যোগ দেন ক্রিজে আফতাব। তিনি অবশ্য কাম্বিয়াস এর দুই বলের মোকাবেলা করেন।
নির্ভরযোগ্য এই দুজনের বিদায়ের পর 2003 সালের বিশ্বকাপের সেই বিভিষিকাময় স্মৃতিটা মনে পড়ে যাচ্ছিল। সেটা অবশ্য হতে দেননি সাবিবুল হাসান। এক ফাঁকে দলীয় 30 রানের মাথায় 11 রান করা ওপেনার তামিম রান আউট হয়ে ফিরে গেলে অধিনায়কের সঙ্গে তিনি দলের ভিত রচনা করেন শক্ত হাতে। দলীয় স্কোরকে 162 রানে নিয়ে যাবার পর হাবিবুল 57 রান করে সামাদের বলে বাগাইয়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে ম্যাচের বাকি সময়টা নির্বিগ্নে পার করে দেন ক্রিজে আসা মোহাম্মদ আশরাফুল ও সাকিবুল। সাকিবুল 14টি চারের মারসহ দলের প েসর্বোচ্চ 134 রান করেন।
যা ওয়ানডে ইতিহাসে বাংলাদেশী কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। তাছাড়া আশরাফুল 1টি ছক্কা ও 7টি বাউন্ডারীর সাহায্যে 45 বলে করেন 60 রানের ঝড়ো ইনিংস। কানাডার প েসবচেয়ে সফল কম্বিয়াস 10 ওভারে 60 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। সামাদ 21 রানে পান 1 উইকেট।
বোলিং এর মতো দূর্দান্ত ব্যাটিং সূচনা করে কানাডা।
ওভারের নিজের প্রথম বলেই শূন্য রানে বাগাই বিদায় নিলেও দ্বিতীয় উইকেট পেতে অপো করতে হয় 178 রান পর্যন্ত। 2 উইকেট হারিয়ে কানাডার সংগ্রহ যখন 178 রান। হাতে আছে আট উইকেট। খেলার এই অবস্থায় ম্যাচের পাল্লা কানাডার দিকেই ঝুলতে শুরু করে। তখনই বল হাতে আবার ত্রাণকর্তার ভূমিকায় হাজির হন সেই সাকিবুল।
তিনি মাত্র 2 রানে ফিরিয়ে দেন কানাডার অধিনায়ক ডেভিসনকে। মোল্লা বিদায় নেন রান আউট হয়ে। এরপরই খেলায় ফিরে বাংলাদেশ। কানাডার প েবিলি কিফ সর্বোচ্চ 93 রান ও ওপেনার বেমিট 77 ও মোল্লা 44 রান করেন। সাকিবুলদের হিসেবি বোলিং এ নির্ধারিত ওভারে কানাডা 7 উইকেট হারিয়ে করে 265 রান।
ফলে বাংলাদেশ 13 রানের জয় পায়। বাংলাদেশের প েআব্দুর রাজ্জাক রাজ নির্ধারিত ওভারে 51 রান খরচায় পান 3 উইকেট। তাছাড়া সাহাদাত 54 রানে ও সাবিবুল 36 রানে 2টি করে উইকেট পান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।