আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশোধের মিশনে বার্সেলোনা

গত বছরের ৭ নভেম্বর। গ্লাসগোর সেলটিক পার্কে লিওনেল মেসি এক গোল করার পরও বার্সেলোনা হেরে গিয়েছিল স্কটিশ ক্লাব সেলটিকের কাছে ২-১ ব্যবধানে। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে কাতালানরা। কিন্তু দুর্ভাগ্য কোচ জেরার্ডো মার্টিনো, যার ওপর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারতেন তিনি, সেই মেসিই মাঠের বাইরে চলে গেছেন অন্তত তিন সপ্তাহের জন্য! মেসিকে ছাড়াই আজ সেলটিক পার্কে ঘাতক সেলটিকের মুখোমুখি হচ্ছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচটা বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এসি মিলান, আয়াঙ্ এবং সেলটিককে টপকে গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার জন্য জয় প্রয়োজন তাদের। সঙ্গে প্রতিশোধও!

আজ চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে এসি মিলান, আর্সেনাল এবং চেলসির মতো বড় দলগুলোও। এইচ গ্রুপে বার্সেলোনা-সেলটিক ম্যাচ ছাড়াও আজ মাঠে গড়াবে আয়াঙ্-এসি মিলান ম্যাচ। গত ম্যাচে সেলটিককে ২-০ গোলে হারিয়েছিল এসি মিলান। অন্যদিকে আয়াঙ্ ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনার কাছে।

ই গ্রুপে আজ স্ট্যু বুখারেস্টের মাঠে খেলতে নামছে চেলসি। গত ম্যাচে ২-১ গোলে সুইস ক্লাব ব্যাসেলের কাছে হেরে বিপদেই আছে মরিনহোর দল। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে চেলসির আর ভুল করা চলবে না। ই গ্রুপে ব্যাসেল আজ মুখোমুখি হবে জার্মান ক্লাব শালকের। গত ম্যাচে শালকে ৩-০ গোলে রুমানিয়ান ক্লাব স্ট্যু বুখারেস্টকে হারিয়ে গ্রুপের শীর্ষে আছে।

এফ গ্রুপে আজ এমিরেটস স্টেডিয়ামে নেপোলির মুখোমুখি হচ্ছে আর্সেনাল। গত ম্যাচে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে শীর্ষে আছে গানাররা। অন্য ম্যাচে গতবারের রানার্সআপ জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড আজ মুখোমুখি হবে মার্সেইয়ের। গত ম্যাচে নেপোলির কাছে জার্মানরা ২-১ গোলে হেরেছিল।

জি গ্রুপে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ আজ খেলবে পোর্তোর বিপক্ষে।

গত ম্যাচে অ্যাটলেটিকো ২-১ গোলে হারিয়েছিল জেনিতকে। এ ছাড়া আজ এ গ্রুপে রুশ ক্লাব জেনিতের মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়ান ক্লাব অস্ট্রিয়া ভিয়েন। গত ম্যাচে ভিয়েন ১-০ গোলে হেরেছিল পোর্তোর কাছে।

বার্সেলোনা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে সেলটিকের বিপক্ষে দারুণ কিছু করার জন্য। বিশেষ করে তারা গত বছরের পরাজয়ের প্রতিশোধ নিতেই আগ্রহী।

পিকে তো অনেক আগেই বলে দিয়েছেন, এবার আর কোনো ভুল নয়। গত বছর বার্সেলোনার প্রধান সমস্যা ছিল, তারা নিজেদের গোছাতেই পারেনি ঠিকমতো। তার আগেই সেলটিকের আক্রমণে নাস্তানাবুদ হতে হয়েছে। এবারেও স্বস্তিতে নেই কাতালানরা। বিশেষ করে লিওনেল মেসির অনুপস্থিতি বার্সেলোনাকে বেশ ভোগাবে।

তবে গত ম্যাচে নেইমার ছিলেন রিজার্ভ বেঞ্চে। সেলটিকের বিপক্ষে তরতাজা নেইমারকে মাঠে নামানোর জন্যই হয়তো মার্টিনো দলের বাইরে রেখেছিলেন তাকে। দেখা যাক, আজ মেসির অভাব দূর করতে পারেন কিনা ব্রাজিলিয়ান এই তারকা!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.