সেই যে কবে গ্রাম ছেড়েছি এখন শহরবাসী;
গ্রামের কিছুই নেই যে মনে সে সব স্মৃতিই বাসী!
ভাই ঠকিয়ে, গ্রাম ঠকিয়ে আমার পকেট ভারী;
তারপরেও গ্রামের ওপর চালাই খবরদারী !
গ্রামের জিনিস বস্তাপচা সস্তা রাখি দামে;
ভূলেই থাকি এসব গড়া চাষার শ্রমে, ঘামে।
ভাইরা যখন আসছে বাসায় মুখ হয়ে যায় হাঁড়ি !
এক বেলাতেই খাচ্ছে যেন খাবার কাঁড়ি কাঁড়ি !
অনেক টাকা যাচ্ছে উড়ে ভাইয়ের সেবার নামে ?
বিদাই হলেই হাওয়ায় ওড়া প্রেসার টেসার নামে !
গ্রামের ওপর খুব বাহাদুর, থাকছি ভীষণ ভাবে;
গ্রামের ফসল পেট ভরাবে কয়টা টাকাই যাবে !
বাড়ায় ফলন ওষুধ মেরে, ফল ওষুধে পাকায়;
সেসব কিছুই ভাব নিয়ে খুব খাচ্ছি বসে ঢাকায়।
মাছের গায়ে, দুধের ভেতর ফরমালিনে ঠাসা;
সে সব তাজা মৎস্য খেতে লাগছে বেজায় খাসা !
সেই দুধেরই মিষ্টি পায়েস আনছে জিভে জলও !
খাবার টেবিল করছে আলো ওষুধপাকা ফলও !
নামকরা সব রেস্তোরাতে ভেজাল খাবার খেয়ে;
বুড়োর রোগে হচ্ছে কাহিল পিচ্চি ছেলে মেয়ে !
দোকান ভরা চকচকে সব ভেজাল দেয়া জিনিস;
খাচ্ছে কুরে নধর দেহ, ট্যাঁকের টাকাও ফিনিস্ !
টাকার অভাব চাষার জীবন করছে ফানাফানা;
এসব করুণ দু:খের কথাই তোমার আমার জানা।
কে যে কাকে করছে ঘায়েল কে জিতেছে খেলায় ?
করবো হিসাব জীবন দিয়ে প্রাণের সাঁঝের বেলায় !?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।