আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তির সাথে লিখছি....



বিগত নয় মাসে যা বুঝলাম, সামুতে হুদাই চিল্লাবাল্লা করার লোকের অভাব নাই। একটা ইস্যু পাইলেই হল। কোন চিন্তাভাবনা ছাড়াই বলদের মত পোস্টের পর পোস্ট, কমেন্টের পর কমেন্ট। আর বেশিরভাগ ব্লগারদের একই মনভাব- যে যত নেগেটিভ, সে তত উন্নত চুচিল। আরে ভাই একটা জিনিষের নেগেটিভ পজিটিভ দুইটা দিকই থাকে, দুইটা দিকই চিন্তা কর।

তারপর সেইটা নিয়া লেখ। একটা এক্সাম্পল-আমার রসগোল্লা ভাল লাগে, সেটা তো একজনের কাছে ভাল নাও লাগতে পারে, কিন্তু তাও তাকে সেটা গিলতে হবে। কারন-"আমি যিডা কব সিডাই আইন"। ব্লগাররা ঠিক এইভাবেই তাদের চিন্তা অন্যের উপর চাপিয়ে দেন। অন্যের চিন্তার প্রতি কোন রকম সম্মান না দেখিয়েই।

আর মডুরাও সেরকম। ব্লগে সব লেখার উপর তারা নিয়ন্ত্রন চাইলেই রাখতে পারেন। কিন্তু তারা মনে হয় চিন্তা করেন,কি দরকার এত কষ্ট করার??? এইসব ফালতু পোস্টের ভিড়ে ভাল পোস্টগুলা হারিয়ে যায়। মডুরা, দয়া করে নিজ দায়িত্ব পালন করুন। ব্লগের পরিবেশ নিয়ন্ত্রন করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.