খুব সহজেই বিরক্ত হয়ে যাই বলে আমি নিজের ওপর খুবই বিরক্ত। এই যেমন বিজয় কীবোর্ড, হঠাৎ উধাও! দু' দু'বার সিডি কিনে আনলাম, অকেজো। শেষমেষ ইন্টারনেট থেকে জিয়া কীবোর্ড নামিয়ে টুকটাক কাজ সারছি। কিন্তু জিয়া দিয়ে দ্রুত লেখা যায় না।
করিটা কী? "বিজয়"-এর একটা ট্রায়াল ভার্সন পর্যন্ত খুঁজে পেলাম না!
এই মুসিবতে আমি কি আপনার সাহায্য পেতে পারি? উল্লেখ্য যে কম্পিউটার বিষয়ে আমি নেহাৎই বেকুব! কাজেই নিজ দায়িত্বে সাহায্য করুন। "বিজয়" নামাবার লিঙ্ক দিন! অপেক্ষায় আছি, সো ডোন্ট দেরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।