জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
নতুন শব্দের উৎপত্তি এবং প্রয়োগে পুরাতন শব্দগুলো কিভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তা হয়ত অনেকের চোখে পড়েনা। উদাহরনসহ কিছু শব্দ উল্লেখ করছি।
১। কোন কিছুতে বেশী পারদর্শিতা দেখালে কটাক্ষ করে এক সময় (সম্ভবতঃ আশির দশকের গোড়ার দিকে) বলা হত .."বেশী পন্ডিতী করোনা। বা মাতব্বরী করোনা... "।
যা ক্রমে বদলে গিয়ে পরচিতি পেয়েছে..."বেশী আঁতলামি করোনা"।
২। কাউকে বিদায় দেবার সময় সারাজীবন বলে আসলাম বা শুনে আসলাম.."খোদা হাফেজ"... এখন বলা হয় ... "আল্লাহ হাফেজ"।
৩। কারো কোন কথা বা মন্তব্য পছন্দ হলে... বলা হত .."আমি উনার কথার সাথে একমত পোষন করছি"........এখন বলা হয় "সহমত" (এটা কি কলামিস্ট আব্দুল গাফফার চৌঃ এর আবিস্কার? উনার কলামে প্রায়ই এই শব্দটার প্রয়োগ দেখা যায়)
৪।
একসময় কোন কিছু যাচাই করার জন্য যদি বলা হত..."যাবতীয় তথ্য-প্রমানসহ ব্যাপারটা আলোচনা করা হোক"....সেটা এখন এভাবে বলা হয়....."যাবতীয় তথ্য-উপাত্তসহ ব্যাপারটা আলোচনা করা হোক"। মানে "তথ্য-প্রমান" এর নতুন ভার্সান "তথ্য-উপাত্ত"। এবং এটাই লেটেস্ট আমদানী। --
----------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।