মাধবকুন্ড জলপ্রপাত ভ্রমন পিপাসু মাত্রই জানে...এটা বাংলাদেশের সিলেটে অবস্থিত। খুব ভাল লেগেছে। আসলে নগর জীবনের কোলাহল থেকে একটু স্বস্তি - ই যেনো এনে দেয় অফুরন্ত প্রশান্তি। মাধবকুন্ড জল প্রপাতে জলকেলি--সে এক অদ্ভূত ভাল লাগা। পর্যটকেদর একটু সতর্ক থাকা আবশ্যক , একেবারে ঝর্নার পানি পড়ার পয়েন্টে যেনো কেউ চলে না যায় কারন ওখানে কিংবা ওর কাছে গেলে পানির গতি কারনে সৃষ্ট জলীয় বাষ্পে নিশ্বাস নেয়া যায় না এবং কিছু দেখা যায় না, জায়গাটা অনেক গভীর।
সুতরাং, ভয় আছে ডুবে যাোয়ার। প্রায় প্রতি বছর ই এরকম দুর্ঘটনা ঘটে। সাঁতার জানা থাকলে ভাল। তবে ভয় পাোয়ার কিছু নেই। সতর্কভাবে চললে তো যে কোন দুর্ঘটনা ই রোধ করা সম্ভব।
...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।