আমাদের কথা খুঁজে নিন

   

আমি নাস্তিকের জানাজা পরেছি ।

লেখা দেখুন; লেখককে নয় । শাহবাগ থেক আসলাম । এত মানুষ, বাপরে বাপ। লাখের উপর মানুষ । তবে মিডিয়া কর্মিদের উপর একটু রাগ লাগসে।

বেটাদের কত করে বলে সরতে, বেটারা সরার নাম ই নেয় না। জানি এই জানাজা নিয়ে আজ লেখার ঝড় বইবে। আচ্ছা ,রাজিব হায়দার তো নাস্তিক ; তাইলে উনার জানাজা হইলো ক্যান? সে নিজেই তো ইসলাম মানে নাই। নামাজের ধার ধারে নাই। তাইলে ? আচ্ছা, হুজুর একজন ডক্টরেট হইয়াও, ধর্ম সম্পর্কে এত কিছু জাইনাও ক্যান জানাজা পরাইলো? আচ্ছা,হুজুর জান্নাতুল ফেরদাউসে স্থান দেবার কথা কইলো ক্যান? এই বেটা তো নাস্তিক, সোজা জাহান্নামি।

আমি নিজেও এক ওয়াক্ত নামাজ পরি না । গত কুরবানির ঈদে লাস্ট মসজিদে গেছিলাম,এরপর আর যাই নাই। তাইলে রাজিবের মত নাস্তিকের জানাজায় যাওয়ার কারন কি? হালায়, ফরজের দেখা নাই, নফল নিয়া টানাটানি !! আসল কারন হইলো , আমি শুধু উনাকে আমার সম্মান টা জানাইতে গেছি। উনি জান্নাতে গেলো, না জাহান্নামে গেল; সেইটা নিয়া আমার কোনো মাথাব্যথা নাই। উনি দেশের জন্য, আমাদের জন্য, পরবর্তি প্রজন্মকে রাজাকারমুক্ত দেশ দেওয়ার জন্য শহিদ হয়েছেন ;এই টুকু সম্মান তো উনার প্রাপ্য।

এটা শুধু জানাজার নামাজ নয়, এটা উনার শহিদানের প্রতি আমাদের সবার শ্রদ্ধাজ্ঞাপন। যে কারনে আস্তিক,নাস্তিক, কম্যুনিস্ট নির্বিশেষে সবাই এই নামাজে অংশগ্রহন করেছেন। মঞ্চের কাছে একজন লম্বা পাঞ্জাবি পড়া, দারি-টুপিওয়ালা থুরথুরে বুড়া একজন মানুষ দেখলাম। উনি নিশ্চয় আমার থেকে বেশি ইসলাম জানেন। তারপর ও কেন উনি এখানে? রাজিব কে সম্মান দেখানো যদি নাফরমানি হয় , তাইলে নিশ্চয় উনি আসতেন না।

এখানেই শেষ নয় ,এই আন্দোলন চলবেই। শাহবাগের স্লোগানের সাথে গলা মিলিয়ে বলতে চাইঃ এক রাজিব লোকান্তরে, লক্ষ রাজিব ঘরে ঘরে। ( বিলাসীর কয়েকটা লাইন মনে পড়লো ঃ ......মরিয়াছে। অতএব শাস্ত্রমতে উহারা নিশ্চয় নরকে গিয়াছে। ........আমার বেলা যখন আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরক বাছিয়া লইবো ।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।