"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
স্বর্গের খোঁজে (রম্য রচনা)
হে বন্ধু, আমাকে যদি কখনো এই শহরে খুঁজে না পাও তবে কষ্ট করে কোন এক মর্গে খোঁজ নিও। লাশ হয়ে মর্গে পচতে থাকলেও আত্মাটা হয়তো ততক্ষণে নরকের ঠিকানায় পৌঁছে যাবে। স্বর্গে যাবো এমন মুখরোচক গল্প তোমাকে কখনো বলিনি। কারণ তোমাকে সাথে নিয়েই একদিন স্বর্গ ছেড়েছিলাম। নরকের কোন এক পাড়ায় মেস ভাড়া করে দিব্বি কাটিয়ে দেবো পাপের এই ক্রান্তিকাল।
পার্থিব কষ্টগুলো তাই আগেভাগেই গা সওয়া করে নিলাম এই যান্ত্রিক শহরে। পাপপূণ্যের বিচারতো একদিন হবেই। পৃথিবী ও নরকের মাঝখানের এই অন্তর্বতীকালীন সময়টুকুর অপেক্ষা। নিজেকে পাপী সাব্যস্ত করে রেখেছি বলেই নরকের লোভী ও পাপিষ্ঠ উকিলেরা স্বর্গ পাইয়ে দেবার লোভে অযথা পয়সা খসাতে পারবেনা। ধরেই নিয়েছি নরকে ঠাঁই হবে চিরকালের জন্য।
নরকে আর এমন কী কষ্ট যা সয়েছি এই দূষণের শহরে! পালিয়ে বেরিয়েছি কত অলিগলি। কিছুতেই মুক্তি পাইনি, একফোঁটা স্বস্তি পায়নি এই জীবন। দূষণের হাত থেকে কোনরকমে মুক্তি পেলেও ছিনতাইকারী নয়তো সন্ত্রাসীর মুখে পড়েছি বহুবার। জিম্মিপণ দাবী করতে পারে এই ভয়ে নিজের অস্তিত্বকে গুটিয়ে রেখেছি বুক পকেটে। সেখানে স্পষ্ট করে নরকের এই মেসের ঠিকানাটা লিখে রেখেছি।
ভাবছি দেখতে দেখতেই কেটে যাবে নরকের দিনগুলো। পৃথিবীর যত নোংরা লেগে ছিল শরীরে আচ্ছামতো ঝলসে নেবো ফুটন্ত কড়াইয়ে। একবার শুদ্ধ হতে পারলে হয়তো আবারো ঠাঁই পেতে পারি কোন স্বর্গে। বিবি হাওয়া রূপী মেনকা-অপ্সরা-শকুন্তলা এদের কথায় আর মোটেও ভুলবোনা। প্রতীজ্ঞা রইলো তোমার কাছে হাজার প্রলোভনেও আর কখনো গন্ধম স্পর্শ করবোনা।
প্রতীজ্ঞা ভঙ্গের কারণে আর কখনোই ফিরে আসতে হবেনা এই মাটির পৃথিবীতে। ঈশ্বরকে যথাযথ তুষ্ট করে স্বর্গেই থেকে যাব। পারলে একবার সরাসরি আমার ঠিকানায় চলে এসো। আর যদি আমাকে সেখানে খুঁজে না পাও- তবে ধরে নিও আবারো পথভ্রষ্ট হয়ে নরকের কোন সুন্দরী নারীর খপ্পরে পড়ে চলে গেছি অন্য কোন গ্রহে। স্বর্গের ঠিকানাটা হয়তো আর কখনোই পাওয়া হবেনা।
তবুও ইচ্ছে হলে একবার নরকে এসে খোঁজ নিতে পারো সেই পুরোনো মেসের ঠিকানায়। কেননা স্বভাবদোষে আমার মতো পুরুষেরা গ্রহ থেকে গ্রহান্তরিত হয়ে নরকে আসতে বেশী সময় লাগেনা। নরকেই ফিরতে হবে বার বার। তুমি একান্তই আমাকে পেতে চাইলে কষ্ট করে একটু নরকে খোঁজ নিও। দেখবে সেখানে হাজারো আত্মাবিহীন পাপিষ্ঠের মরদেহ প্রচন্ড আগুনের আঁচে কড়াইয়ে ফুটছে দিনের পর দিন।
আর সেইসব দেহের পবিত্র আত্মাগুলো স্বর্গের লোভে ঈশ্বরের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। ঈশ্বর জেনেও না জানার ভাণ করে আমাদের আবারো ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই মাটির পৃথিবীর বুকে- ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন কোন শহরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।