আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাগিং

রিজওয়ানুল ইসলাম রুদ্র

যৌনতার কোন ব্যাকরণ নেই, অনিবার্য সব নৃত্যমুদ্রাগুলোই দৃশ্যমান হয়ে ওঠে সঙ্গমমুহূর্তে, তীব্রতরভাবে। নগ্নতা সে তো রাতের নীলাভ আলোয় জেগে ওঠা রজনীগন্ধা ফুলের মতো প্রাণবন্ততা... মৃত্যুর মতোই শেকড়ছড়ানো তার যৌনগন্ধী সবুজ বন। যে বনে সূর্যরশ্মি ঈষৎ হলুদাভ, জোনাকির আলোর চাইতেও ম্রিয়মাণ...এসব মগ্নতা জেগেই থাকে প্রতিক্ষণ নিহত মানুষের মস্তিষ্ক-কোষে-রন্ধ্রে! অথচ গোধূলির ওপাশের বৃষ্টিভেজা সন্ধ্যাগুলো বদলে যায় প্রতিদিন! এখানে সাড়া দেয় শঙ্কিত নারীর চোখ, কালো একখণ্ড কাপড়ে ঢাকা... তারচেয়েও বড় কথা বদলে যাচ্ছে মৃত্যুর ধরণ, কখনো পাথর ছুঁড়ে, জল্লাদের হাসির মতো চকচকে ছুরিতে হৃৎপিণ্ড গেঁথে অবিমৃষ্যভাবে... আবার কখনো-বা রশিতে ঝুলন্ত জওয়ান হাসছে- স্বয়ং ঈশ্বরের দিকে তাকিয়ে! বদলে যাচ্ছে যৌনতার মুদ্রাসকল, সদ্যভূমিষ্ঠ শিশুর বাঁকানো হাসি... বৃষ্টির শব্দ কেড়ে নিয়েছে অহেতুক ঘোড়াদের ক্ষুরশব্দ, মাদকের বিশাল আস্তাবল... সব পাবলিক প্লেসগুলোতেই এক ধরণের প্রকাশ্য র‌্যাগিং-উন্মাদনা, চেনা-অচেনা যন্ত্রের ভার্চুয়াল প্লাটফর্ম। আগামী শতাব্দী হোক সুসমৃদ্ধ ভয়ায়ুরিজম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.