দেশের স্বার্থে রাজনীতি করুন,নিজের স্বার্থে নয়। ‘’''র্যাগিং কোন মজা নয় এটা একটা সন্ত্রাস’’'' এটা এই মুভির প্রধান বক্তব্য।
র্যাগিং মূলত করা হয়ে থাকে মজা করার জন্য। কিন্তু অধিকাংশ সময়েই সেটা মজার মধ্যে সিমাবদ্ধ থাকে না, হয়ে যায় শারীরিক বা মানসিক নির্যাতন। অনেক সময় যেটা নির্যাতিত ছেলে/মেয়েটির জীবনে প্রচন্ড প্রভাব ফেলে।
কাহিনি সংক্ষেপঃ
ভিভান ও সিয়া দম্পতি একটি কন্টেস্টের সোভাগ্যবান বিজয়ী হিসেবে ফিজি’'তে ভ্রমনের সুযোগ পান। সেখানে মি. খান নামের এক ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। মি. খান তাদেরকে ‘’টেবিল ২১’’ নামের এক লাইভ গেম শোতে অংশগ্রহণের করতে আমন্ত্রন জানায়, যার প্রাইজমানি ২১ কোটি টাকা।
খেলার নিয়ম খুব সহজ, তাদের ব্যক্তিগত জীবন সমন্ধে ৮টা প্রশ্ন করা হবে। প্রশ্নের সঠিক জবাব দিতে হবে এবং প্রতেক প্রশ্নের জন্য একটা 'সহজ কাজ' সম্পন্ন করতে হবে।
গেম শুরু হয়। তারা একের পর এক সঠিক উত্তর দিতে থাকে। কিন্তু 'সহজ কাজ' গুলো করতে নানা ধরনের বিপত্তিতে পরতে হয়। তারা খেলা ছেড়ে চলে যেতে চায়। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী তা সম্ভব না।
রহস্যের মধ্যে দিয়ে কাহিনী আগাতে থাকে।
মুভির শেষের দিকে আপনাকে প্রচন্ডভাবে নাড়া দেওয়ার মত টুইস্ট আছে।
বলে দিলে আর মুভি দেখার মজা থাকবেনা।
আপনাদের মনে হতে পারে এই কাহিনীর সাথে র্যাগিং এর সম্পর্ক কি!!!!
সম্পুর্ন মুভি দেখলে বুজতে পারবেন বিষয়টা, বলে দিয়ে মজা নষ্ট করতে চাইনা।
এটা আমার লেখা প্রথম মুভি রিভিউ।
মুভিটা দেখে এটা সমন্ধে না লিখে পারলাম না। ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, যেখানে একদল ছেলে পুকুরের ব্যাঙ’কে লক্ষ করে ঢিল ছুড়তে থাকে, এবং প্রচন্ড মজা পায় এতে। কিন্তু ব্যাঙের জন্য জন্য এই ঘটনা মোটেই মজাদায়ক নয়।
আশা করছি যারা র্যাগিং করবেন তারা খেয়াল রাখবেন।
যাকে র্যাগ দিচ্ছেন তার অবস্থা যেন অই ব্যাঙের মত না হয়। শুধু মজার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, শারীরিক বা মানসিক নির্যাতন যেন না হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।