সকল অন্ধকারের হোক অবসান
সময় গর্ভবতী। গভীর থেকে গভীরতর আঁধারে
জন্ম নেয় উৎকণ্ঠা। আমি সময়ের পাশে
আজানুচুম্বিত। অপাঙ্গে তাকায় জ্বলজ্বলে চোখ,
অতিকায় শকুন এক। উড়ে উড়ে আকাশে আঁকে
কজ্জলমসিরেখা। জবুথবু আমি নিজেরে আশ্বস্ত করি।
বলি: ওটা মেঘের কাফেলা, অশনি সংকেত নয়,
তারপরও সংশয় কাটে না। কালো গোলাপ আলো দেখবে কবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।