বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
পর্ব-১ পর্ব-২ পর্ব-৩ পর্ব-৪
দেলোয়ার হোসেন সাঈদী(বাকী অংশঃ)
৩. "১৯৭১ সালে সাঈদী বিপীন সাহা নামের একজন হিন্দু ব্যক্তির বাড়ী জোরপূর্বক দখল করে এবং পুরো সময়টা জুড়ে সে সেখানে বসবাস করতে থাকে, বিভিন্ন সমাজবিরোধী কর্মকান্ড পরিচালনা করে, সন্দেহভাজন মুক্তিযোদ্ধা ও তাদের আত্নীয়দের একটি তালিকা তৈরী করে এবং সেটি নিকটস্থ পাকিস্তানী সেনা ক্যাম্পে প্রেরণ করে, নিকটস্থ গ্রামগুলো থেকে যুবতী মেয়েদের অপহরণ করে সেই পাকিস্তানী ক্যাম্পে সরবরাহ করে, দখলদার সেনাদেরকে সাহায্য করার জন্য সাঈদী পাড়ের হাটের ফেরী বন্দর জ্বালিয়ে দেয়, সে স্থানীয় যুবকদেরকে আল-বদর বাহিনীতে যোগদানে বাধ্য করেছিল, কেউ যোগদানে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করা হতো। " - বলেছেন পিরোজপুরের এডভোকেট আবদুর রাজ্জাক খান।
৪. হিমাংশু বাবু নামের একজন হিন্দু ও তার পরিবারের হত্যার পিছনে সাঈদী জড়িত ছিল। পিরোজপুরের অসাধারণ মেধাবী ছাত্র গণপতি হালদারকেও সে হত্যা করে।
বাংলাদেশের প্রতি সহমর্মিতার সন্দেহে বহু বুদ্ধিজীবি ও মধ্যপদের সরকারী কর্মকর্তাদের হত্যার পেছনে সাঈদী মূল ভূমিকা পালন করেছিল। এদের মধ্যে ছিলেনঃ (ক)সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান, যিনি ছিলেন লেখক ও রসায়নের অধ্যাপক হুমায়ুন আহমেদ এর বাবা; (খ) ভারপ্রাপ্ত সাব-ডিভিশনাল কর্মকর্তা আবদুর রাজ্জাক ; (গ) ছাত্রলীগের প্রাক্তন নেতা মিজানুর রহমান, (ঘ) শিক্ষক আবদুল গাফফার মিয়া (ঙ) সমাজকর্মী শামসুল হক ফরায়েজী, (ঙ) অতুল কর্মকার।
৫. "সাঈদীর নির্দেশে তার স্যাঙ্গাতরা মুক্তিযোদ্ধাদের তথ্য সরবরাহের অভিযোগে ভাগীরথী নামের একজনের পরনের কাপড় ছিঁড়ে ফেলে তাকে মোটরসাইকেলের বেঁধে পাঁচ মাইল টেনেহিঁচড়ে নিয়ে যায়", বলেছেন পিরোজপুরের গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট আলী হায়দার।
৬. পিরোজপুর অধিবাসী বেণী মাধব সাহা’র মতে, সাঈদী এবং তার লোকেরা কৃষ্ঞ কান্ত সাহা, বণী কান্ত শিকদার, তারানি কান্ত শিকদার প্রভৃতি লোকদের অপহরণ ও হত্যা করে। তিনি আরো বলেন, সাঈদী এবং তার দল হরি সাধু ও বিপিন সাহা’র মেয়েদের উপর নির্যাতন চালায়।
তালুকদার নামের এক হিন্দু পরিবারের বাড়ী লুট করার পর সাঈদী ২৫ জন মহিলাকে অপহরণ করে এবং তাদেরকে পাকিস্তানী সেনা ক্যাম্পে পাঠিয়ে দেয়।
মাওলানা সাঈদী দ্বারা নিহত লোকদের তালিকাঃ
ফয়জুর রহমান, আবদুর রাজ্জাক, মিজানুর রহমান, আল গাফফার মিয়া, সামশুল হক ফরায়েজী, বণি কান্ত শিকদার, কৃষ্ন কান্ত সাহা, তারানি কান্ত শিকদার, বিপিন সাহা, হরি সাধু, অতুল কর্মকার, ভাগীরথী, হিমাংশু বাবু, গণপতি হালদার।
সূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।