বাঙলা কবিতা
আমি ক্ষমা চাচ্ছি / বুলন্দ আল হায়দরি
সম্মানিত অতিথীবৃন্দ, আমি ক্ষমা চাচ্ছি,
সংবাদপাঠক সর্বশেষ বুলেটিনে মিথ্যে বলেছেন :
বাগদাদে আসলে কোনও সমুদ্র নেই
কোনও মণিমুক্তা নেই
এমনকি কোনও দ্বীপও নয়।
সিন্দাবাদ যা যা বলেছে
সেই যে জ্বীনের রাণীর কথা
মুক্তা ও প্রবালদ্বীপের গল্প
সুলতানের হাত-বেয়ে-নামা হাজার হাজার মুক্তা ও প্রবাল
সে সব পুরাণকাহিনী;
মধ্যদিনের পোড়-খাওয়া ছায়া
নির্বাসিত নক্ষত্রের শব্দহীন রাতে
আমার ছোট্ট শহরটির গ্রীষ্মের দাবদাহে জন্ম এসব গালগল্পের।
এককালে ছিল বটে আমাদেরও
একটি সমুদ্র, ঝিনুক, মুক্তা
এবং একটি ঝকঝকে চাঁদ
জেলেরা সন্ধায় ফিরতো;
আমাদেরও ছিল বটে,
সর্বশেষ বুলেটিনে সংবাদপাঠক যেমনটি বলেছেন
একটি নির্দোষ স্বপ্নের বেহেশত ;
সম্মানিত অতিথীবর্গ, যেহেতু আমরা
আবারও জন্ম নেবার জন্য মরি
সিন্দাবাদ কথিত সে পুরাণ ___
আমাদের এককালে ছিল একটি সমুদ্র, ঝিনুক, মুক্তা
এবং জন্মের মাহেন্দ্রক্ষণ।
সম্মানিত অতিথীবৃন্দ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি,
সংবাদপাঠক সর্বশেষ বুলেটিনে মিথ্যে বলেছেন :
বাগদাদে কোনও সমুদ্র নেই
কোনও মণিমুক্তা নেই
এমনকি কোনও দ্বীপও নয় ।
বুলন্দ আল হায়দরি : জন্ম ১৯২৬ বাগদাদ, পেশায় শিক্ষক ও কুটনীতিক। কাব্য সংখ্যা ৮, প্রবন্ধগ্রন্থ ১ টি।
অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।