মরুভূমি পারি দিতে দিতে খোকা একটি তিন পাপড়ির আগাছা জাতীয় ফুলের দেখা পেল।
নমষ্কার! সম্বোদন করল খোকা।
নমষ্কার! ফুলটি জবাব দিল।
বিণীত ভাবে খোকা জিজ্ঞেস করল:
মানুষ পাব কোথায়?
কোন একদিন ফুলটি কয়েক জন মানুষ পাশ দিয়ে যেতে দেখেছিল। তাই বলল:
মানুষ? হ্যাঁ, ছয় কি সাত জন মানুষ আছে পৃথিবীতে। বছর কয়েক আগে আমি তাদের দেখেছি। কোথায় মানুষের দেখা পাবে, তা কেউ জানে না! তাদের কোন শেকড় নেইতো, তাই বাতাস তাদের তাড়িয়ে নিয়ে যায়। খুবই দুঃখের ব্যাপার!
খোকা বলল: বিদায়
ফুল: বাদায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।