পরের গ্রহে ছিল একটা মাতাল। এই যাত্রাটা ছিল খুব অল্প সময়ের, কিন্তু খোকাকে এই ভ্রমন একটা গভীর মায়ায় জড়াল।
এক সারি খালি এবং এক সারি ভরা বোতল সামনে নিয়ে মাতাল লোকটা বসে ছিল।
খোকা জিজ্ঞেস করল:
তুমি এখানে কি করছ?
হতাস ভঙ্গিতে লোকটা বলল:
আমি মদ খাচ্ছি।
তুমি মদ খাও কেন? খোকা আবার প্রশ্ন করল।
ভূলে থাকার জন্য। মাতাল লোকটা বলল।
লোকটার জন্য খোকার দুঃখ হচ্ছিল তাই আবার জিজ্ঞিস করল।
কি ভূলতে চাও?
লোকটা মাথা নীচু করে বলল:
আমি নিজের কাছেই নিজে লজ্জিত এবং সেটা ভূলে যেতে চাই।
হয়ত সাহায্য করতে পারবে, এই আসায় মায়া ভরা কন্ঠে খোকা বলল:
কিসের লজ্জা তোমার?
আমি মাতাল এটাই আমার লজ্জা।
কথাটা বলেই লোকটা নিরবতার আর্বতে ঢুকে পড়ল।
দুঃখিত ভাবে বিদায় নিয়ে যেতে যেতে খোকার মনে হল: বয়স্ক মানুষ গুলি বড়ই অদ্ভূত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।