দ্বিতীয় গ্রহে থাকত একজন যাদুকর। খোকাকে দেখা মাত্র খূশীতে নাচতে নাচতে বলল:
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন দর্শক এসেছে। কারণ: তাদের কাছে বাকী সবাই বিমুগ্ধ দর্শক। যাদের কাজ শুধু অবাক হয়ে বোকার মত হা করে তাকিয়ে থেকে যাদুকরের পাঁচ আঙ্গুলের চালাকি দেখা।
নমস্কার ! আপনার মাথার টুপিটা বেশ মজার।
এটা হচ্ছে প্রতি নমস্কারের জন্য, যখন যাদু দেখে সবাই হাততালি দেবে তখন নমস্কার জানাব এটা মাথায় দিয়ে। দুর্ভাগ্যক্রমে এখানে কেউ আসে না।
ওহ্ ! তাই নাকি। খোকা ঠিক বুঝতে পাড়ল না।
জোরে একটা তালিয়া বাজাও! যাদুকরের উৎসাহ উপচে পড়ছে।
হাত দুটো একটা আর একটার বিরোদ্বে ছুড়ে দিল খোকা।
টুপিটা খুলে হাওয়ায় দোলাতে দোলাতে নমস্কার করল যাদুকর।
রাজ দরবারের চেয়ে এটাই খোকার ভাল লাগল।
খোকা আবার তালি দিল।
যাদুকর আগের মতই নমস্কার করল।
কিন্তু মিনিট পাঁচেকর মধ্যেই খোকার কাছে বার বার একই খেলা খুব একঘেয়ে ঠেকল।
কি করলে টুপিটা মাটিতে পড়েযাবে? খোকা জিজ্ঞেস করল।
যাদুকরেরা শুধু হাত তালি আর প্রশংসা ছারা অন্য কিছু শুনে না। যাদুকর খোকার কথা শুনল না।
তুমি আমার খেলায় মুগ্ধ হয়ে প্রশংসা করছ? যাদুকর জিজ্ঞেস করল।
প্রশংসা মানে কি? খোকা যানতে চাইল।
প্রশংসার মানে হল; এ জগৎ-তে আমিই সব চেয়ে সুদর্শন, সুসজ্জিত, ধনী এবং জ্ঞানী এটা বুঝতে পারা।
কিন্তু তোমার গ্রহে তো তুমি ছাড়া আর কেউ নেই।
নাই বা থাকল। তুমিতো আছ।
তুমি আমাকে এই আনন্দ টুকু দাও। আমার প্রশংসা কর।
আমি তোমার প্রশংসা করছি। কিন্তু তুমি এটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? এই বলে খোকা চলে গেল আর ভাবল:
সাবালক হলে মানুষ গুলি বড় অদ্ভূত হয়ে যায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।