আমাদের কথা খুঁজে নিন

   

খোকাবাবু ষোরশ মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী



খোকা সপ্তম গ্রহ, পৃথিবীতে পা রাখল। পৃথিবী কোন যাতা গ্রহ নয়। এখানে একশ এগার জন রাজার রাজত্ব। যদি কালো মানুষদের রাজ্য গুলিও গনায় ধরা হয়। সাত হাজার ভৌগোলিক।

নয় লাখ ব্যাপারী। পাচাত্তর লাখ মাতাল। তিন কোটি এগার লাখ যাদুকর। প্রায় দু'শ কোটি প্রাপ্ত বয়ষ্ক লোক। পৃথিবীর একটা চিত্র কল্পনা কর: যেখানে চর লাখ ষাট হাজার পাঁচশ এগার জনের একটা বাহিনী ছয়টা মহাদেশ জুড়ে, বিদুৎ আবিষ্কারের পর থেকে, শুধু বাতি নেভানো আর জ্বালানোর দায়ীত্বে নিয়োজিত।

একটু দূর থেকে দেখলে চিত্রটা খুব চমৎকার। তাদের ছোটা ছুটি অনেকটা দল নৃত্যের মত। চক্রনৃত্যটা শুরু করে নিউজিল্যান্ড আর অষ্ট্রেলিয়ার বাতি জ্বালানোর কর্মীরা। বাতি জ্বালানো শেষ করে তারা ঘুমোতে যায়, আর আলোকনৃত্যের দায়ীত্বে আসে চীন এবং সাইবেরীয়ার শিল্পীরা। তারাও এক সময় নৃত্য শেষে সাঝ ঘরে প্রস্থান করে।

মঞ্চে প্রবেশ করে রাশিয়া আর ভারতের শিল্পীরা। তার পর আফ্রিকা এবং ইউরোপ। তার পর দক্ষিন আমেরিকা। তার পর উত্তর আমেরিকা। তাদের চক্রনৃত্যে কখনো ছেদ পরে না।

সত্যিই অপূর্ব। শুধু মাত্র উত্তর আর দক্ষিন মেরুর আলোক শিল্পীরা আরামে জীবন কাটায়। করণ: তারা বছরে মাত্র দু'বার আলো জ্বালায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.