আমাদের কথা খুঁজে নিন

   

নাকফুল টের পাচ্ছি

দেখি তামাশা দেখাই

সারারাত ঝরতেছে নাকফুল। তোমার মুখের বাগিচায়, আমার হাতের এইটুকু চাষাবাদ। মনে রেখো। নাকফুল ফুটতেছে সারারাত, তোমার ঘুমন্ত মুখের আলোয়। আমি তাকাতে পারিনা নাকফুলে... এইটুকু মুখের বাগান !একে প্রদক্ষিণ করে আসতে সময় লেগেছে শতাব্দী কাল নাকফুলে রাত শুরু ,এভাবে সকাল... প্রিয় নাকফুল, উজ্জ্বল আসনে বসে আছো মুখপ্রাণকেন্দ্রে। তার চোখ ভুলে যাচ্ছি, ঠোট ভুলে যাচ্ছি, হাতে অজুহাতে শুধু নাকফুল টের পাচ্ছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।