প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
নাকফুল ঘাসফুল
শাফিক আফতাব..........
কী সুন্দর ঘুমের সুবাস মেঘে ঘুমে থাকো।
তোমার নাকফুল ঘাসফুল হয়ে শিশিরভোরে চিকচিক করে শিশুরোদে
চোখের উপরে কাস্তের মতোন ভ্রুযুগোল শিল্পরেখার মতোন মনে হয়
এলোবিন্যাস চুলগুলো কৃষকের সোনালী আঁশা__অর্থ প্রাপ্তির মতোন আমার হৃদয়ে
প্রেম নিয়ে আসে।
তোমার শ্বাসগুলো অবিকল প্রথম গোলাপের ঘ্রাণ,
তোমার বক্ষে চোখ পড়তেই দেখি দুটো গোলচাঁদ উষ্ণতা নিয়ে অপেক্ষা করছে আমার
আমি তোমাকে মৃদ ডাকি__
অমনি সমন্ত নাতিশীতোষ্ণরুম এক অনুপম অনুভবে ম ম করতে থাকে
তুমি আচমকা ঘুম থেকে জেগে উঠে বলো : তুমি এখনো ঘুমাও নি
আমি তোমার চোখে চোখ রেখে স্বগত সংলাপে বলি : আমি যে কী পেলাম
তুমি তার বুঝবে কী !
তুমি শিশুর মতোন কোলে এসে মাথা গুজেঁ দিলে
আর অমনি আমার বইয়ের প্রতিটি তাক ফুল হয়ে গেলো
আমার বন্ত্রবসন সব ফুল হয়ে গেলো__
এবং তুমিও আস্ত দুটো গোলফুলে তুমুল হয়ে উঠলে
আমাদের ঠোঁট থেকে অজস্র নীল ফড়িং উড়ে উড়ে আকাশে যেতে থাকলো।
ভাবলাম __ঘুমে থাকা্ই ভালো ছিলো বুঝি !
০৯.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।