আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনের সেই মেয়েটি, পাঠালো আমায় কবিতা চিঠি!!

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত।

জুলিয়া নামের ইউক্রেনের একটি মেয়ে আমাকে একটি চমৎকার পাঠিয়েছিলো, যার অনুবাদ সামুতে পোস্ট করেছিলাম ক'দিন আগে। প্রথম আলো ব্লগে সবাই উচ্চসিত প্রশংসা করেছে তার কবিতার।

অনেকে প্রশ্ন করেন--এটা কার লেখা? আমারও জানা ছিলো না তা, কিন্তু মেয়েটি বলেছে সেই নাকি লিখেছে। যাহোক, ভালো একটা সাহিত্যকর্ম তুলে ধরাই আমার উদ্দেশ্য। তাই যারা তা মিস করেছেন তারা এখানে ক্লিক করেন। আর তার দ্বিতীয় কবিতা গতকাল পেয়েছি, তারও অনুবাদ এখানে দিলাম। মতামত চাই আপনাদের-- এক বিরল উপহার তুমি আর আমি এক হয়ে গেছি, ঠিক সেইভাবে যা ছাড়িয়ে যায় প্রণয়, ছাড়িয়ে যায় বন্ধুত্ব, আর তার লয়, ছাড়িয়ে যায়, যা কিছু ছিলো আমাদের অতীত, তার যেনো সবটাই।

আমাদের সংযুক্তি এবং একাত্বতা সময় ও দূরত্বকে মানিয়েছে হার পরাভূত করেছে আমাদের জীবনকে আর আমাদের জীবনের সব পরিবর্তন। ব্যাখ্যাতীতভাবে যেনো পরাজিত ব্যাখ্যাসকল, এতকিছুর মাঝেও থাকে শুধু এক ব্যতিক্রম, সাধারন কোনো অসাধারনত্বে, আমরা পরমাত্মীয়। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, শুধু অনুভবে বুঝি, যখনই কথা হয়, যতবার কথা হয় প্রফুল্লতা আমার ক্রমশই বেড়ে চলে--- তোমার কন্ঠস্বর আমায় সতত নীড়ে ফেরায়। কীভাবে, কোন উপায়ে, সত্যিই তা ব্যাখ্যাতীত। যখনই আমরা হাসি, উদ্বেলিত হই অনুভবে আর আনন্দে তাও যেনো আমার ফিরে আসা সেইভাবে আমারই আপন ভূবনে।

তোমার সাথে আমার থাকা, আমার সাথে তোমার, তা যেনো ঠিক মহাবিশ্বে ছোট্ট এক টুকরো অবস্থান আমার সাথে, আমার মাঝে, যা থাকার কথা ছিল, শুধু এখানেই আর আমার পৃথিবীর সব যেনো, ঠিক থাকে শুধুই তখন। ক্ষুদ্র ক্ষুদ্র এ বিষয়গুলো সব এবং তার সাথে আরো অনেক কিছুই- আমাকে বুঝতে শিখিয়েছে, দিয়েছে সে অনুভব, তোমার আমার যে সংযুক্তি-সম্পৃক্ততা, এটা সেই সে অলীক সেতুবন্ধন এক জীবনে শুধু একবারই, যা সম্ভব । এটা সেই যোগাযোগ, এটা সেই কাঙ্খিত টানাপোড়ন যা টিকে থাকে সতত, শুধুই তোমার আর আমার মাঝে এবং আমাদের হৃদয়ের গভীরে, আরো গভীরে। এ আমি সহজাতেই জানি, আমাদের সম্পর্ক এক বিরল উপহার যা আমাদের মাঝে বয়ে আনে অনন্য সাধারন সুখ আর সুখের ফল্গুধারা আমাদের জীবনভর।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.