আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনের এয়ারপোর্ট দখলে নিল রুশ সেনারা

ইউক্রেনের একমাত্র রুশ সংগরিষ্ঠ অঞ্চল ক্রিমেয়ার দুটো গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রাশিয়ার সেনারা দখলে নিয়েছে। ইউক্রেনের অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ একথা বলেন। তিনি রুশ সেনাদের এ কাজকে ‘সশস্ত্র দখল' বলে আখ্যা দেন।
আভাকভ বলেন, রুশ সেনাবাহিনীর সদস্যরা ক্রিমেয়ার একটি এয়ারপোর্ট সিভাসতোপোল অবরুদ্ধ করে রেখেছে।   শুক্রবার সকালে তারা ক্রিমেয়ার আরেকটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট সিমফারোপোল দখলে নেয়।

ইউক্রেনের রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের উত্খাতের পর থেকে দেশ দুটির সম্পর্কে বেশ উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ক্রিমেয়াতে সে উত্তেজনা লক্ষণীয়।
বৃহস্পতিবার রাশিয়াপন্থী বন্দুকধারীরা সিমফারোপোল পার্লামেন্ট দখলে নেয়, বিদ্যমান মন্ত্রিসভাকে উত্খাত করে এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়।
এদিকে বর্তমানে রাশিয়ায় অবস্থান করা ভিক্টর ইয়ানোকোভিচের আজ এক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এতে তিনি নিজেকে এখনো ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.