রাশিয়াপন্থী কয়েশ লোক ক্রিমিয়ার বন্দরনগরী সিভাস্তাপুলে অবস্থিত ইউক্রেনের নেৌবাহিনীর সদর দফতর দখল করে নিয়েছে। দখলের পরপরই সদর দফতরের ভবনগুলোতে রুশ পতাকা উড়তে দেখা গেছে এবং ইউক্রেনের নৌ সেনাদের ঘাঁটি ছেড়ে চলে যেতে দেখা যায়।রুশ ফেডারেশনে ক্রিমিয়াকে একীভূত করার লক্ষ্যে রুশপন্থী ক্রিমিয়ার নেতাদের রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষরের একদিন পরই নৌঘাঁটি দখলের এ ঘটনা ঘটল।ঘাঁটিতে থাকা ইউক্রেনের এক নৌ কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রায় দু'শর মতো রাশিয়াপন্থী লোক সদর দফতরের গেটগুলো ভেঙ্গে ফেলে এবং একটি অ্যাম্বুলেন্সে করে তারা এর ভেতরে ঢুকে।উল্লেখ্য, সিভাস্তাপুল বন্দর নগরী হচ্ছে রাশিয়ার কৃঞ্চ সাগরের নৌবহরের আবাসস্থল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।