আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনের ক্ষেপনাস্ত্র ঘাটি দখলে নিল রুশ সেনা

ক্রিমিয়ার দু’টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির দখল নিয়েছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। তবে, ঘাঁটির দখল নিলেও ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনের হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে৷

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ভ্লোদোমির বোভা বলেছেন, ক্রিমিয়ার সেভাস্তোপোল শহর সংলগ্ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির একাংশ দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী৷ যদিও, এখনও  ক্ষেপণাস্ত্রের মজুত ভাণ্ডার ইউক্রেনের সেনাদের হাতে রয়েছে৷ অন্যদিকে মস্কোপন্থী সেনারা ইউক্রেনের ইভপাতোরিয়া ঘাঁটির একাংশও দখল নিয়েছে বলে সংবাদ সূত্রে খবর৷ এই খবর নিশ্চিত করা হলেও, ইউক্রেন প্রতিরক্ষামন্ত্রনালয়ের দাবি-  ওই ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র নেই৷ সূত্র: সংবাদ সংস্থা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.