আমাদের কথা খুঁজে নিন

   

জঞ্জাল

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আমার হইছে মহাজ্বালা। বয়স দিন দিন বেড়েই চলছে। এনালগ যুগীয় ভিসিআর-এর ব্যবহার শেষ। সিডি/ভিসিডি/ডিভিডি সব কিছুই এখন ডিজিটাল। ফ্রেম বাই ফ্রেম আর কাট এন্ড পেষ্ট-এর যুগ।

আগের মত ভিসিআর-এর রিওয়াইন্ড বাটন চেপে নিজের বয়সটা ইচ্ছোমত পিছিয়ে দেবার কোন উপায় নাই। এনালগ দেহে ডিজিটাল মন নিয়ে বড়ই বিপাকে আছি। প্রেমের শাশ্বত এনালগ ডায়লগ ডিজিটালি কাট এন্ড পেষ্ট করলে দেখি রোমান্টিকতা টোটাল্যি মিসিং। অলওয়েজ এরর দেখায়। রেজু্যলেশন মার খায় ব্যাপকভাবে।

মনের ক্যাপচার কার্ড এনহ্যান্স করলে মেসেজ দেখায় ডাটা লস। কি আর করি। পুরো বডি ফরম্যাট করলেও ব্যাড সেক্টর থেকেই যাচ্ছে। মাথা নামের হার্ড ডিস্ক তার নিজের আরপিএম ঠিক রেখে অবিরত ঘুরে যাচ্ছে। পাগলের নাকি এমনিতেই মাথা ঘুরে।

বয়স তার লেটেস্ট আপডেট খোঁজে মৃতু্যর মাঝে। জীবন নামের প্রসেসর মৃতু্যকে বুট করে রাখে প্রাইমারী সোর্স হিসেবে। আমি কি আদি যুগের মানবরূপি কোন বাতিল কম্পিউটার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.