আমাদের কথা খুঁজে নিন

   

আমি নাস্তিকের পক্ষে নই, ইসলামের পক্ষে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি না গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিও যাবে। তিনি বলেন, যারা আস্তিক-নাস্তিক তৈরি করেছে, তাদের সঙ্গে আর কোনো নির্বাচন নয়। আমি নাস্তিকের পক্ষে নই, ইসলামের পক্ষে।
 
 
আজ বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে জেলা জাতীয় পাটির্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
 
 
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতির কথা বলছে, সে পদ্ধতিতে নির্বাচনে গেলে জাতীয় পার্টি দালাল হিসেবে চিহ্নিত হবে। তাই আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
 
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,  সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আতিকুর রহমান আতিক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।