মজুরি বোর্ড ঘোষিত তৈরি পোশাক শ্রমিকদের নূ্যনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতিসহ বিক্ষোভ করেছে। শ্রমিক অসন্তোষের মুখে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক সূত্র জানায়, শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার ইয়াগি জাপান বাংলাদেশ কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশের পর নূ্যনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করতে থাকে। একপর্যায়ে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। শ্রমিক বিক্ষোভের ফলে এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে শিল্পপুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েনসহ জলকামান ও সাঁজোয়া যানের টহল অব্যাহত রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।