ঢাকা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের অন্যান্য জেলার যোগাযোগ। রাজধানীতে ঢুকতে পারছে না বাইরের কোনো যান। একইভাবে ঢাকা ছাড়তে পারছে না কোনো ধরনের গাড়ি। ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন গতকালও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। কুমিল্লার রাজাপুরের কাছে লাইনচ্যুত হয়েছে মহানগর গোধূলির ইঞ্জিন ও পাঁচটি বগি। এতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকার যোগাযোগ। রাজশাহীতে রেললাইনের পিসপ্লেট খুলে ফেলায় লাইনচ্যুত হয়েছে ধূমকেতু এঙ্েেপ্রস। সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে অবরোধকারীরা। পটুয়াখালীতে অটোরিকশায় ছোড়া পেট্রল বোমায় তিনজন দগ্ধ হয়েছে। একইভাবে গাজীপুরে দুজনের ও ব্রাহ্মণবাড়িয়ায় ঝলসে দেয়া হয়েছে তিনজনের শরীর। নাটোর জেলা নির্বাচন অফিসে পেট্রল বোমা মেরে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর চালানো হয়েছ ককটেল হামলা। এ প্রায় প্রতিটি জেলায় ভাঙচুর ও অগি্নসংযোগ করেছে বিপুলসংখ্যক যানবাহনে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিন শতাধিক ব্যক্তি। গ্রেফতার করা হয়েছে শতাধিক। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : দুপুরে কাচারীবাজার এলাকায় ১৮ দলের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় চার-পাঁচটি ককটেল ফাটানো হয়। লাঠিসোঁটাসহ মিছিলকারীরা দোকানপাটে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় আহত হন বাদশা, মজনু ও মনজুরুল নামের তিন পুলিশ সদস্য ও বিএনপির ৩৩ নেতা-কর্মী। পুলিশ ঘটনাস্থল থেকে এক জাসাস কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১৮ দলের পক্ষ থেকে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের ব্যাটারিচালিত অটোরিকশায় অবরোধকারীদের ছোড়া পেট্রলে লাগানো আগুনে শিক্ষকসহ তিন যাত্রী দগ্ধ হয়েছেন। সদর উপজেলার বদরপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবদুস সাত্তারের (৭০) অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজন হলেন মাদ্রাসাশিক্ষক মজিবুর রহমান (৪৫) ও ভূমি অফিস কর্মচারী আতাউর রহমান (৪২)। দগ্ধ ব্যক্তিরা অটোরিকশায় নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে অটোরিকশার গতি রোধ করে যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে পেট্রলের বোতলে লাগানো আগুন ছুড়ে মারে কয়েক যুবক। নাটোর : শনিবার রাতে জেলা নির্বাচন অফিসে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে অবস্থিত জেলা নির্বাচন আফিসের নিচতলার জানালার কাচ ভেঙে পর পর তিনটি পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দ্বিতল ভবনের নিচতলায় অবস্থিত সদর উপজেলা নির্বাচন অফিসসহ দুটি কক্ষে আআগুন লেগে যায়। এ সময় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে সেখানে দায়িত্বে থাকা পুলিশ। সিরাজগঞ্জ : সকালে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের টুকরা ছোনগাছায় অবরোধকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ঘটনাস্থলে পেঁৗছলে পুলিশকে লক্ষ্য করে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ছাত্রদল-যুবদলের সাতজন। দুপুরে খোকশাবাড়ীতে জামায়াত-শিবির ও বিএনপির সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সীমান্ত বাজারে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে একটি অ্যাম্বুলেন্স ও একটি ভটভটি ভাঙচুর করে অবরোধকারীরা। চাঁপাইনবাবগঞ্জ : সকালে ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদের ওপর ককটেল হামলাসহ মোটরসাইকেল ভাঙচুর করেছে অবরোধকারীরা। ১০টার দিকে তিনি বাড়ি থেকে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে শহরের দিকে আসার সময় মহানন্দা ব্রিজ এলাকায় অবরোধকারীরা তাকে লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে। এতে তিনি অল্পের জন্য বেঁচে যান। পরে অবরোধকারীরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। এদিকে শনিবার রাত ৮টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। নোয়াখালী : সেনবাগ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা। সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে অবরোধকারীরা দুই যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম করে একটি মোটরসাইকেলে আগুন এবং দুটি মোটরসাইকেল ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় যুবলীগ বাজারের কয়েকটি দোকান, ইউপি স্বাস্থ্য কমপ্লেঙ্, ইউনিয়ন পরিষদ অফিসে ভাঙচুর চালায়। কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে একটি সিএনজিতে ভাঙচুর ও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। জেলা শহরের গোদার মসজিদ এলাকায় পুলিশ পাঁচ রাউন্ড গুলি করে। ভোরে শহরের স্টেডিয়াম এলাকায় একটি ট্রাকে আগুন ও অপর একটিতে ভাঙচুর করে। ভোর ৬টায় ঢাকা গামী উপকূল এঙ্প্রেস ট্রেনে অবরোধকারীরা হামলা ও ভাংচুর চালায়। এতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। এ ছাড়া সেনবাগ উপজেলা চেয়ারম্যান কাজী মফিজের কার্যালয়ে বিএনপির কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ ব্যক্তিকে আটক করেছে। গাজীপুর : কালিয়াকৈরে বিএনপির মিছিলে পুলিশ রাবার বুলেট ছুড়লে জেলা সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ ৩৫ নেতা-কর্মী আহত হন। এ সময় আহত হয় পাঁচ পুলিশও। প্রতিবাদে কালিয়াকৈর উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮ দল। কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় কলাবাহী একটি ট্রাকে ছোড়া পেট্রল বোমায় চালক ও সহকারী দগ্ধ হয়েছেন। সকালে শহরের বাসস্ট্যান্ড, জোড়পুকুরপাড়সহ বিভিন্ন এলাকায় কমপক্ষে ২০টি ককটেল ফাটায় অবরোধকারীরা। ব্রাহ্মণবাড়িয়া : ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীর বেশ কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা একটি বালুবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে তিনজন দগ্ধ হন। এদিকে শহরের প্রধান সড়কে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের টিএ রোডে সাতটি যানবাহন ভাঙচুর ও পেট্রল বোমা নিক্ষেপ করে। ময়মনসিংহ : ভালুকায় পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ছয়জন। আহত হয়েছেন ১৫ নেতা-কর্মী। ভালুকা মডেল থানা সংলগ্ন ব্রিজের কাছে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরে পুলিশ বাধা দিলে সংঘর্ষের একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এদিকে ত্রিশালের ফাতেমা নগর রেলস্টেশনের কাছে ময়মনসিংহ-ঢাকা রেলপথের প্রায় দুই ফুট লাইন কেটে ফেলেছে অবরোধকারীরা। বাগেরহাট : মংলায় আওয়ামী লীগ অফিস ও সদরের কাঁঠালতলা এলাকায় মাইক্রোবাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। যশোর : মনিরামপুরে জামায়াত-শিবির অধ্যুষিত গ্রামগুলোতে দিনভর সাঁড়াশি অভিযান চালিয়েছে বিজিবি, র্যাব ও পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করে তারা। অভিযানকালে পুলিশের পিটুনিতে পত্রিকার দুই এজেন্টসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযানের সময় যৌথ বাহিনী ওই সব গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযানে বিজিবির ১০০, পুলিশের ১৪০ ও র্যাবের ৪০ সদস্য অংশ নেন। খুলনা : নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে শিবির কর্মীরা আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় ঘটনাস্থলে আসামাত্র পুলিশকে লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে খানজাহান আলী রোডের অগ্রণী ব্যাংকের সামনে অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। সাতক্ষীরা : সকালে শহরের বাঁকাল পেট্রলপাম্পের পেছনে গ্যারেজে রাখা বিআরটিসির একটি এসি গাড়িতে ১০-১২ জন জামায়াত-শিবির কর্মী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটির পুরো অংশই ভস্মীভূত হয়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় থামানো তিনটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা এক কোটি টাকার মালামাল ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে ভায়েলা ও কাঞ্চন সেতু এলাকায় যানবাহন ভাঙচুর করা হয়। বরিশাল : বাবুগঞ্জ উপজেলার সাতমাইল ক্যাডেট কলেজ এলাকায় সাতটি যানবাহনে ভাঙচুর করে অবরোধকারীরা। পুলিশ ও র্যাব তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে সাত-আটজন অবরোধকারী আহত হয়েছে। এ সময় পুলিশের এক কনস্টেবলকে লাঠিপেটা করে অবরোধকারীরা। লালমনিরহাট : শহরের মিশন মোড়ে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে এর আরোহী কিছুটা দগ্ধ হন। ফেনী : মহীপাল জিরো পয়েন্টে অবস্থানরত পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর তিনটি ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির। জবাবে পুলিশ পাল্টা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অবরোধকারীরা শহিদুল্লা কায়সার সড়কে ওয়াপদা অফিসের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি ৫০ থেকে ৬০টি ককটেল নিক্ষেপ করে। রাজশাহী : অবরোধের মধ্যে বিরোধী দলের নাশকতায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার গভীর রাতে সারদা ও নন্দনগাছি স্টেশনের মাঝামাঝি চারঘাটের সলুয়া জোকুয়ার বিলের মধ্যে ফিসপ্লেট খুলে ফেলায় প্রথমে ঢকাগামী ধূমকেতু এঙ্প্রেস লাইনচ্যুত হয়। পরে একই কারণে খুলনা ও অন্যান্য রুটে রাজশাহী থেকে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চাঁদপুর : অবরোধের দ্বিতীয় দিনে ভোরে চাঁদপুর শহরে একটি মালবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। ঢাকা থেকে আসা মেশিনারিজ, ইলেকট্রনিক ও হার্ডওয়্যার ভর্তি ট্রাকটি শনিবার রাতে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। এটি ভোর ৫টায় শহরের বিপণিবাগ এলাকায় পেঁৗছলে অবরোধকারীরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকচালক দ্রুত স্থানীয় দমকল কর্মীদের অবহিত করে তাদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। তবে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। এ ছাড়া ভোর সাড়ে ৬টায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী 'মেঘনা এঙ্প্রেস' শাহরাস্তি উপজেলার নাউড়ি এলাকায় দীর্ঘ আড়াই ঘণ্টা আটকা পড়ে। সুনামগঞ্জ : সুনামগঞ্জে ১৮ দলের অবরোধের দ্বিতীয় দিনে যানবাহনে ভাঙচুর চালিয়েছে ছাত্রদল ও শিবির। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বদলীয় ছাত্রঐক্যের ব্যানারে বের হওয়া মোটরসাইকেল মহড়াসহ বিভিন্ন স্থানে অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের মোহাম্মদপুর পয়েন্ট, ব্রাহ্মণগাঁও, আমবাড়ি, হাছননগর ও হাসপাতাল রোডে অন্তত ৯টি সিএনজি, অটোরিকশা, টেম্পো ও একটি ট্রাক ভাঙচুর করেন ছাত্রদল ও শিবির কর্মীরা। সিলেট : সিলেটের বিয়ানীবাজারে নির্বাচন অফিসে আগুন দিয়েছে অবরোধকারীরা। গতকাল সকালে নির্বাচন অফিসে দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাওয়া করে তাড়িয়ে দিয়ে অগি্নসংযোগ করে তারা। ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর রেলস্টেশনের কাছে ময়মনসিংহ-ঢাকা রেলপথের প্রায় দুই ফুট রেললাইন কেটে ফেলেছে অবরোধকারীরা। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা পরেও ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহ রেলস্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন। বাগেরহাট : বাগেরহাটের মংলায় আওয়ামী লীগ অফিস ও সদর উপজেলার কাঁঠালতলা এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। সকালে বিএনপি নেতা-কর্মীরা খানজাহান আলী দরগাহ মাজার মোড়ে খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। অবরোধের দ্বিতীয় দিন ভোর থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, শ্রমিক দল, সদর থানা বিএনপি পৃথক পৃথক মিছিল নিয়ে দরগাহ মোড়ে আসে। টঙ্গী : বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকালে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা টঙ্গী বাজার সেনাকল্যাণের সামনে ও টঙ্গী-কালীগঞ্জ সড়কে ড্রাম ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। চুয়াডাঙ্গা : শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গায় ১৮ দলের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন পালিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার ভেমরুল্লা ও সরোজগঞ্জ বাজারে মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করে। সকাল ৮টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে, সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা শহরের হাজী মোড়ে সড়ক অবরোধ ও সমাবেশ হয়। নারায়ণগঞ্জ : বাসে আগুন দেওয়ার পর নিজের শরীরে আগুন লেগে মারাত্দক অগি্নদগ্ধ হয়েছে এক শিবিরকর্মী। দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লায় অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। তবে আহত ওই শিবিরকর্মীকে কৌশলে বাসযাত্রী দগ্ধ হয়েছে বলে প্রচার চালিয়ে ঢাকা নিয়ে যায় সহযোগীরা। ভোলা : অবরোধের দ্বিতীয় দিনে সন্ধ্যার পর অবরোধকারীরা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহানে বোমা হামলা চালায়। এতে এক যাত্রী আহত হয়েছেন।
রাজধানীতে ফের পেট্রল ঢেলে বাসে আগুন
পেট্রল ঢেলে যাত্রীবাহী বাসে আগুন, চোরাগোপ্তা বোমা হামলা, ভাঙচুর, ঝটিকা মিছিল, বোমাবাজি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে রাজধানীতে অবরোধের দ্বিতীয় দিন গতকাল অতিবাহিত হয়েছে। মহাখালীতে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া একটি বোমা প্রকৌশলী মোখলেসুর রহমানের মাথায় পড়লে বিস্ফোরণে তিনি মারাত্দক আহত হন। নয়াবাজারে বোমা ফাটিয়ে যাত্রীবাহী বাস থামানোর পর তাতে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। দুর্বৃত্তরা পেট্রল বোমায় জ্বালিয়ে দেয় একটি ঠেলাগাড়িও। এ ছাড়া ধানমণ্ডিতে দুটি যাত্রীবাহী এবং সিদ্ধিরগঞ্
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।