আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে মা-মেü

কুমিল্লায় মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একজন নিহতসহ আহত হয়েছে একই পরিবারের তিনজন। তাছাড়া বরিশাল, চুয়াডাঙ্গা ও নাটোরের বড়াইগ্রামে গৃহবধূসহ তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া বাসস্ট্যান্ডের কাছে গতকাল মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। তারা হলেন বারপাড়া গ্রামের ইয়াসমিন আক্তার, তার মেয়ে জান্নাত, অটোরিকশা চালক আবদুল মতিন ও যাত্রী বেলু মিয়া। এ সময় আহত হন উভয় গাড়ির ১০ জন। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বারপাড়া বাসস্ট্যান্ডের কাছে গৌরীপুর থেকে আসা অটোরিকশার সঙ্গে কুমিল্লাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন। ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার বাড়েরাপুল নামক স্থানে গতকাল সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত (৪৫) এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আবুল কালাম (৪২), স্ত্রী বিলকিস (৩৫) ও মেয়ে কণা (১৬)। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের বাসা ময়মনসিংহ শহরের সানকিপাড়া হেলথ অফিসারের গলিতে। জেলার ফুলবাড়িয়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে এ অটোরিকশা যাত্রীরা শহরের বাসায় ফিরছিলেন। বরিশাল : উজিরপুর উপজেলার বামরাইলে মিশুকের ধাক্কায় আহত গৃহবধূ উজলা সাহা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে আহত হওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশাল জেলা (উত্তর) যুবদলের সিনিয়র সহ-সভাপতি দুলাল রায় দুলুর বোন উজলা সাহা মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মিশুক তাকে ধাক্কা দেয়। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে গতকাল লাটাহাম্বার (স্থানীয় যানবাহন) খাদে পড়ে মজনু নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন_ হামিদুল, মহির উদ্দিন ও সাহেব আলী। হতাহতরা কুষ্টিয়ার ইবি থানার বাসিন্দা। বড়াইগ্রাম : উপজেলার আগ্রাণ এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। শফিকুল যশোর সদর থানার জঙ্গলবাজার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। হবিগঞ্জ : নবীগঞ্জ উপজেলার মজলিসপুরে গতকাল তেলবাহী লরির ধাক্কায় রিকশা আরোহী শিশু খাদিজা বেগম নিহত হয়েছে। খাদিজা উপজেলার সদরাবাদ গ্রামের গোলাম মর্তুজা ফেসু মিয়ার মেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.