আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ওফাত মোবারকের আগে ১৩ দিন অসুস্থ থাকার পর এদিন সুস্থ হয়ে ওঠেন এবং গোসল করে নামাজ আদায় করেন। এরপর পবিত্র রবিউল আউয়াল মাসেই হুজুর পাক (সা.) ওফাত গমন করেন। হিজরি বর্ষের সফর মাসের ২৮ তারিখে এ ঘটনার স্মরণে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা জীবনের পবিত্রতা অর্জন ও সওয়াব লাভের আশায় দিনটি আখেরি চাহার শোম্বা হিসেবে উদযাপন করে থাকে। এদিন গোসল করে নামাজ আদায় করা উত্তম বিবেচনা করা হয়। মসজিদ, মাদ্রাসা, খানকা ও দরগায় এ উপলক্ষে মিলাদ ও সওয়াব রেসানির মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।