শৈশব এখন আটকা পড়ে যাচ্ছে নানা রকম ইনডোর গেমস, কম্পিউটার আর টেলিভিশনে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত টেলিভিশনের নেশা বাচ্চাদের বুদ্ধিমত্তা বা আইকিউ কমিয়ে দেয়। টেলিভিশনের সামনে বেশি সময় কাটালে শিশুদের মস্তিষ্কের ফ্রন্টোপোলার অঞ্চলের গঠনে পরিবর্তন সাধিত হয়। মস্তিষ্কের এই অঞ্চলটি বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৫ থেকে ১৮ বছর বয়সী ২৭৬ জন শিশুর ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, যেসব শিশুরা টেলিভিশনের সামনে অতিরিক্ত সময় কাটায় তাদের মস্তিষ্কের ফ্রন্টোপোলার অঞ্চলে বেশি সংখ্যক মস্তিষ্ক কোষ থাকে। আর যেসব শিশুদের আইকিউ অপেক্ষাকৃত বেশি তাদের ফ্রন্টোপোলার অঞ্চলে মস্তিষ্ক কোষের সংখ্যা কম হয়। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।