মানুষ বেচে থাকে তার কর্মে । কথাটা সম্ভবত খুব সাধারন হলেও এর অর্থ অসাধারন । পৃথিবীতে মানুষ জন্মায় এবং কিছুদিন বেচে থেকে মারা যায় । খুব কম মানুষই তার কর্ম দিয়ে আজীবন বেচে থাকে – তারা মহান বলেই মহা মানুষ এবং জগতের সকল মানুষই তাদের কর্মের কাছে ঋণী থাকে । ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে মহা মানুষরা প্রায় সকলেই মানব সভ্যতা বিকাশের কোন না কোন ভাবে অবদান রাখে ।
সেই অবদানের কারনে সভ্যতার বাকগুলো বাক খায় আরও প্রগতির দিকে । সেই অবদানের জন্য সেই মহা মানুষকে হয়তো অনেক ত্যাগ স্বীকার করতে হয় । কিন্তু ত্যাগইতো জীবনের একমাত্র করনীয় কাজ । সন্তান জন্ম দেয়ার পর থেকে সবাই ত্যাগ স্বীকার করে কিন্তু এই ত্যাগ নিজের জন্য । খাওয়া, হাগা–মুতা, ঘুমানো তো সবাই পারে – এমনকি সকল প্রাণীই পারে ।
কিন্তু ত্যাগ কয়জন করতে পারে । যে ত্যাগের বিনিময়ে গোটা মানব কুল উপকৃত হয় , সেই ত্যাগ এর জন্য যোগ্যতা লাগে । যোগ্যতা এমনিতেই হয় না । তার জন্য সাধনা লাগে । সাধনা খুব কষ্টকর ।
এই কষ্ট সবাই সইতে পারে না বলে ত্যাগের পথে কেউ পা বাড়াতে চায় না । কিন্তু এই ত্যাগই যে পাওয়া তা অনেকই বুঝে না । এই ত্যাগই মানুষকে মহা মানুষ করে । অর্থনীতি , রাজনীতি , সমাজ বিজ্ঞান, বিজ্ঞান, শিল্পসাহিত্য , জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখার আজকের এই বিকাশ ত্যগের ফলেই হয়েছে । যারা ত্যাগ স্বীকার করেছেন তারা আনন্দের সাথে করেছেন।
কোন পাওয়ার আশা থেকে করেন নাই । কিন্তু মানুষ সেই ত্যাগের প্রতিদান দিতেও কোন সিদ্ধান্তহীনতায় ভোগেন নাই । কারন এই ত্যাগের ফলাফল মানব জাতিকে বিকশিত করেছে । হিটলার থেকে শুরু করে লেনিন, স্তালিন, মাও সেতুং , আইনস্টাইন , কার্ল মার্ক্স, হেগেল, আদামস্মিথ, ফুরিয়ে, সক্রেতিস, এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সকলেই নিজ নিজ ত্যাগের বিনিময়ে নিজ নিজ অঙ্গনে মহীয়ান হয়েছেন । সামাজিক রাজনৈতিক চলমান প্রক্রিয়ায় বিভিন্ন বাকে নানা ধরনের প্রতিবন্ধকতা খুবই স্বাভাবিক ।
এই প্রতিবন্ধকতা পুরনো সুবিধাবাধিদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিধায় নতুন প্রক্রিয়াকে এগিয়ে নিতে ব্যাক্তি ও গোস্টীর ত্যাগ এর সাথে দ্বন্দ্বে নতুন প্রক্রিয়া বিকশিত হয়।
বাংলাদেশের রাজনীতির এই সময়ে কিছু ত্যাগী মানুষ দরকার কারন আমরা ইতিহাসের একটি বাকে এসে দারিয়েছি । যেই বাকে ত্যাগ না থাকলে খাঁদ থেকে নিচে পরে যেতে হবে । ত্যাগই খাদের সেই কিনারা থেকে উদ্ধার করতে পারবে । হয়তো তৈরি হবে এই উপমহাদেশের এক নায়ক বা মহা মানুষ সময়ের এই বাক থেকেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।