আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানইউর শেষ সুযোগ

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ম্যানইউর জন্য শিরোপা জয় করা আর সম্ভব নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের মতো দলের বিপক্ষে ম্যানইউ জিতে যাবে, এমন সম্ভাবনাও নেই বললেই চলে। এফএ কাপ থেকে বিদায় নিয়েছে তারা এরই মধ্যে। হাতে আছে কেবল ক্যাপিটাল ওয়ান কাপ। এখানেও সেমিফাইনালের প্রথম লেগে তারা সান্ডারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে। তবে আজ দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে অন্তত ১-০ গোলে জয় পেলেও ফাইনাল নিশ্চিত করতে পারবে ডেভিড ময়েসের শিষ্যরা। কিন্তু গত কয়েক মাসের ম্যানইউর পারফরম্যান্স সান্ডারল্যান্ডের বিপক্ষে এমনকি ১-০ গোলের নিশ্চয়তাও দিতে পারছে না ভক্তদের! তার উপর রবিবার রেড ডেভিলরা চেলসির কাছে হেরেছে ৩-১ গোলে! এতকিছুর পরও ডেভিড ময়েস বলছেন, 'আমরা চেষ্টা করব। আমাদের সর্বোচ্চ শক্তিই কাজে লাগাব এখানে। তবে আমি সমর্থকদের কাছ থেকেও সহযোগিতা চাই। এখানে ভয়ের কিছুই নেই। আমি সব ব্যাপারেই সতর্ক আছি।' তবে ম্যানইউ ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনাল নিশ্চিত করতে সক্ষম হলেও সেখানে তাদের সামনে থাকতে পারে চির প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি। ম্যানসিটি প্রথম লেগে ওয়েস্ট হ্যামকে ৬-০ গোলে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করে নিয়েছিল। গত রাতে বড় ধরনের পরাজয় এড়িয়ে থাকলে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে নিয়েছে ম্যানসিটি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.