আমাদের কথা খুঁজে নিন

   

দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত কায়রো

একের পর এক বোমা বিস্ফোরণে প্রকম্পিত মিশরের রাজধানী কায়রো। এছাড়া সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটিতে বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। মূলত মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও তাদের বিরোধীদের মধ্যে এই সংঘর্ষ বাঁধছে।

হামলার ঘটনায় মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে সরকার। তবে আল কায়েদার দর্শনে উদ্বুদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন বেইত আল-মাকদিস পুলিশ সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে মিশরের স্থানীয় গণমাধ্যমগুলো। গতকাল শুক্রবার সকালে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটে পুলিশ সদর দফতরে। পুলিশ সদর দফতরে হামলার পর আরো তিনটি জায়গায় বিভিন্ন সময়ে হামলা হয়েছে। অন্যান্য স্থানের মধ্যে একটি মেট্রো স্টেশন এবং সিনেমা হল লক্ষ্য করে হামলা ঘটে।

এসব হামলায় মারা গেছে দুই জন এবং আহত হয়েছে আরো অনেকেই। হামলার ঘটনায় বিধ্বস্ত হয়েছে মিশরের ইসলামিক আর্ট মিউজিয়াম। উল্লেখ্য, হোসনি মুবারকের বিরুদ্ধে বিক্ষোভের তৃতীয় বর্ষপূর্তির ঠিক আগের দিনই হামলার এই ঘটনাগুলো ঘটলো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.