সরকারি তহবিলের অর্থ দিয়ে বনভোজন সারলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের কর্মকর্তারা। দুটি বাস ও একটি মাইক্রোযোগে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ শনিবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে এ বনভোজনে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজিলাতুন নেছার নামে এডিপি থেকে ১ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অপরাধে সম্প্রতি ফজিলাতুন নেছাকে অপসারণ করা হলে তার নামে দেওয়া প্রকল্প বাতিল হয়ে যায়। আর এ টাকা দিয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন উপজেলা পরিষদের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে বনভোজন করেন। তবে উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তারা চাঁদা দিয়ে বনভোজনে গেছেন। সরকারি কোষাগারের অর্থ খরচ করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।