আমাদের কথা খুঁজে নিন

   

'ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনে রাশিয়া দায়ী'

ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য রাশিয়া দায়ী। রাশিয়ার এমন কাজে গোটা বিশ্ব মস্কোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে কেরি জানান, আমেরিকা ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা মেনে নেবে না এবং এটি অবশ্যই জবাবহীন হবে না। সত্যিই রাশিয়ার এমন পদক্ষেপ বিশ্ববাসীকে ইউক্রেনের জনগনের পক্ষে ঐক্যবদ্ধ করেছে।

কেরি দাবি করেন, প্যারিস বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলমান সমস্যা সমাধানের বিষয়ে কূটনৈতিক পথ অনুসরণের ইঙ্গিত দিয়েছেন এবং তাতে তিনি নিজেই খানিকটা উৎসাহিত হয়েছেন। তিনি একে সংলাপের শুরু হিসেবে আখ্যা দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান পরিস্থিতি স্বাভাবিক এবং সংকট উত্তরণের জন্য রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে আমেরিকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.