মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামি পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ মামলার কার্যক্রম ১৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজামীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। মিজানুল ইসলাম বলেন, ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নিজামীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব অভিযোগ আনা হচ্ছে। এর আগে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আনা হয়নি। এর আগে বুধবার নিজামীর সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
কায়সারের পক্ষে জেরা : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এরশাদ সরকারের সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী কাজী কবির উদ্দিনকে (৭১) জেরা করেছে আসামি পক্ষ। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১৯ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-২। গতকাল সাক্ষীকে জেরা করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।