আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ১৭!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. অনেক দিন লিখি না..কারন হয়তো আজকাল অনেক বেশি অলস হয়ে পরছি কিনবা অনেক ব্যস্ত..কিনবা দুটোই। ঠিক বারোটা বাজে! নতুন আরেকটা দিনের শুরু হলো..:-) হোপিং দিনটা ভালো যায়..শনি আর রবি বারের জন্য একটা টু-ডু লিস্ট বানায় রাখছি..আশা করি এবার সেটা একটা একটা করে শেষ করব...এই দিনিলিপিটাও সেই লিস্টের একটা অংশ! :-) ১২ টার মধ্যে মাত্র ৪ টা শেষ..আরো ৮ টা জিনিস করতে হবে...:-( কাল একটা পরীক্ষা আছে..জানি না কেমন হবে..আমার পড়া উচৎ কিনবা প্রাকটিস করা উচিত। তা না করে আমি ফেসবুক কিনবা ইউটউবে বসে আছি। জিনিসটা একদম খারাপ কিন্তু কেন যেন নিজেকে কনট্রল করতে পারি না... একটা গান শুনছি..লিন্কটা দিয়ে দিচ্ছি এখানে..যার সময় হবে শুনতে পারবে.. মানুষের জীবন টা অনেক বিচিত্র। আমার নিজের ও! আজ সন্ধ্যায় আব্বুর সাথে যখন কথা হচ্ছিল তখন থেকে নিজেকে আরো বেশি সিরিয়াস মনে হলো..এতদিনে যেন একটা জেদ কিনবা একটা তাগিদ কাজ করছে মনের মধ্যে খুব তারাতারি কাজটা শেষ করার.. কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষন এই অনুভুতিটা থাকবে..? আমার নিজের কাছে নিজেকেই এক বিরাট রহস্য বলে মনে হয়!! আজকে সকাল থেকে একটা ধাঁধার উত্তর খুজে বেরাচ্ছিলাম..যদিও এখন আমার উত্তরটা জানা ..তবুও আপনাদের জন্য রেখে যাচ্ছি..দেখা যাক কে কতটা স্মার্ট ছোট্ট একটা মেয়ে.. তার পেটের মধ্যে গুর গুর করে.. মাথায় আবার আগুন ও জলে.. কে সে? জবাব টা জানা থাকলে লিখতে ভুলবেন না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।