আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ১৫!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. মানুষে জীবনে কি সুখ আর দুঃখ পাশাপাশি চলে? জানি না! হয়তো! হয়তো বা না! আমার ক্ষেত্রে যে চলে সে টুকু বলতে পারি! খেয়াল করে দেখলাম আমার প্রতিটা খুশির খবরের সাথে একটা করে খারাপ খবর ও যোগ হয় যায়! আজ যখন নতুন এই জব টার ইন্টারভিউ দিতে গেলাম আর অবশেষে ম্যানেজার বললো " we are going to offer you the job" তখন ভালো লেগেছিলো... কিন্তু তার পর?? ..... আমি বেশ কিছুদিন ধরেই একটা নাটকের প্রাকটিস করে আসছি...বেশ excited ছিলাম আমরা এই নাটক টা নিয়ে! নাটকের আমার বেশ সুন্দর একটা রোল ছিল! অনেক ভেবে ভেবে ফানি কিছু ডায়ালোগ এ্যাড করেছিলাম ..গত ২ সপ্তাহ ধরে আমরা সবাই প্রাকটিস করে আসতেছি! অথচ আজ হঠাৎ বুঝলাম যে আমি আর নাটক টা করতে পারছি না :-( কারন ? কারন এই নতুন জব!! ট্রেনিং শুরু হবে ঠিক সেদিন থেকে যেদিন আমাদের নাটক টা হবার কথা! মাঝখানে মাত্র ৪ দিন!! কোনোভাবেই আমি এড়াতে পারলাম না!! এই অল্প সময়ে না সম্ভব আরেকটা বিজলি কি খুজে বের করা না সম্ভব নাটক থেকে এই চরিত্র টা কেটে দেয়া!! আমার সবচেয়ে দুর্বল দিকটা যদি কেউ জানতে চায় তাহলে প্রথম যে জিনিসটা আমার মাথায় আসবে তা হলো....আমি কাউকে কোনো কিছুর জন্য না করতে পারি না! "না" এই শব্দটা বলতে এত কষ্ট কেন লাগে আমার?? জয় কে কি বলবো বুঝতে পারছিলাম না! আমাদের মধ্যে সবচেয়ে সিরিয়াস ঐ ছিল নাটকটা নিয়ে!! আর আমি নিজেও কি কম কষ্ট পাচ্ছি!!! জীবন টা এমন কেন?? কোনো কিছু যখন খুউব মন দিয়ে চাই..তখন ই উল্টা পাল্টা কিছু ঘটতে হবে!! আজ অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম! যদিও এটাকে ঠিক বৃষ্টি বলা চলে না...গুরিগুরি পরতেছিলো...তবুও সন্ধ্যা বেলা সেই গুরিগুরি বৃষ্টিতে ভিজে ভিজে কাবাবিশ থেকে চা খাওয়ার মজাটাই আলাদা! আর ঠিক আগে ডেরা থেকে রস-মালাই ও ছিলো :-) ইদানিং আমি কষ্ট জিনিসটা কে নিয়ে বেশ পরীক্ষা নীরিক্ষা করছি..অবশেষে আবারও কবিতা লেখার দুঃসাহস করে ফেললাম এই বিষয় বস্তুটাকে নিয়ে ... কষ্ট আমার একটা কষ্টের ফেরিওয়ালা চাই যার কাছে আমি সবটুকু কষ্ট বিক্রি করে দিয়ে সুখ গুলো কিনে ণিব বিনিময়ে। যার কাছে অব্যক্ত কথাগুলোর দিস্তা ভরা চিঠি গুলো দিয়ে আমি ভার মুক্ত হবো। ভারাক্লান্ত আমি, বিমূর্ত আমি.. নিস্বার্থপরতা আর সুখে থাকার যে একটা আবরন সৃষ্টি করে রেখেছি আমি আমার চারপাশে.. সেটা আস্তে আস্তে মলিন হতে চলেছে... সেখানে স্পষ্ট হচ্ছে নতুন কিছু কুৎ সিত, স্বার্থপর আর অন্যায় আবদারের তীব্র বাসনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।